For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রি ২০২০: সৌভাগ্য ফেরাতে পুজোর আবহে প্রদীপ থেকে রংগোলি ঘিরে কিছু বাস্তু টিপস

নবরাত্রি ২০২০: সৌভাগ্য ফেরাতে পুজোর আবহে প্রদীপ থেকে রংগোলি ঘিরে কিছু বাস্তু টিপস

  • |
Google Oneindia Bengali News

উৎসবের আসরে দুর্গাপুজো মানেই বাড়ি ভর্তি হইচই। তবে করোনার আবহে তা করা সম্ভব নয়। ভিড় কিম্বা জমায়েত উপেক্ষা করে পুজো কিছুতেই ভাবা যায় না! আর এবারে সেই অসাধ্যই সাধন করতে চলেছে বাঙালি। এদিকে পুজো শেষে বিজয়া দশমীর দিন বাড়িতে লোকজনের আনাগোনা থাকেই। আর সেজন্য অনেকেই বাড়ি সাজাতে ব্যস্ত থাকেন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , দশমীর দিন বেশ কয়েকটি টিপস মেনে চললে ফিরতে পারে সৌভাগ্য। দেখে নেওয়া যাক কয়েকটি টিপস।

নবরাত্রি শেষে রংগোলি

নবরাত্রি শেষে রংগোলি

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বাড়িতে এদিন রংগোলি দিয়ে সাজাতে পারেন। রংগোলিতে সবুজ রং বেশি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও কমলা রঙের উজ্জ্বল উপস্থিতিও রংগোলিকে আরও সুন্দর করে তুলবে বলে পরামর্শ তাঁদের।

রংগোলিতে কী কী চলবে না? বাস্তু অনুযায়ী রংগোলি

রংগোলিতে কী কী চলবে না? বাস্তু অনুযায়ী রংগোলি

নবরাত্রির আবহে রংগোলি ঘিরেও কিছু নিয়ম রয়েছে।
কোনও মতেই গৃহসজ্জায় এদিন ব্যবহার করবেন না কালো বা নীল জাতীয় কোনও রঙ। বেশি গাঢ় রঙের ব্যবহার না করাই ভালো রংগোলিতে। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের।

প্রদীপ

প্রদীপ

নবরাত্রির নয়টি দিনে বাড়ি সাজাতে পারেন মাটির প্রদীপে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে সাজান মাটির প্রদীপে। এমন একটি কোণে মাটির প্রদীপ দিয়ে সাজালে তা সৌভাগ্য ফেরাতে বাধ্য।

ঘরে মায়ের মূর্তি

ঘরে মায়ের মূর্তি

বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন , বাড়িতে ছোট দূর্গামূর্তি পুজো করতে অনেকেই চান। তবে, মূর্তি কিসে নির্মিত তার ওপর অনেক কিছু নির্ভর করে। মূলত, ধাতব মূর্তির চেয়ে মাটির দূর্গা মূর্তির পুজো বেশি শুভফল দায়ক বলে দাবি বিশেষজ্ঞদের।

‌নবরাত্রি ২০২০:‌ নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজোর মাহাত্ম্য, আচার, রীতি একনজরে‌নবরাত্রি ২০২০:‌ নবমীতে দেবী সিদ্ধিদাত্রীর পুজোর মাহাত্ম্য, আচার, রীতি একনজরে

English summary
Navaratri Vastushastra tips 2020 according to astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X