For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Navaratri 2020: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক ভক্তরা বেছে নেবেন! জানুন শাস্ত্র মতে

Navaratri 2020: নবদুর্গার আরাধনায় কোন দিন কোন রঙের পোশাক ভক্তরা বেছে নেবেন! জানুন শাস্ত্র মতে

  • |
Google Oneindia Bengali News

মহালয়া পার হওয়া মানেই কাউন্টডাউন শুরু! বাঙালির সবচেয়ে বড় উৎসবের সবচেয়ে বড় আকর্ষণই হল 'অপেক্ষা'। অপেক্ষা না থাকলে, দুর্গাপুজোর মজা নেই! অপেক্ষা যতটা পুজো ঘিরে, ততটাই পুজোর সঙ্গে জড়িত আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় ঘিরে। আর এই আনুষাঙ্গিক বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে পুজোর জামা। একনজরে দেখে নেওয়া যাক যে, নবদুর্গার আরাধনায় পুজোর ৯ দিনে, কোন কোন রঙের পোশাক পরলে তা জীবনে সুফল এনে দেয়। জানা যাক শাস্ত্র মতে।

 প্রথমা

প্রথমা

প্রথমাতে মা শৈলপুত্রীর পুজো সম্পন্ন হয়। এমন দিনে নীল পোশাক ভক্ত সমাগম সুফলদায়ী। ভক্ত যদি এই দিন নীল রঙের পোশাকে মায়ের আরাধনা করেন, তাহলে সমৃদ্ধি আসতে পারে।

দ্বিতীয়া

দ্বিতীয়া

ব্রহ্মচারিণী রূপে মায়ের দ্বিতীয়ার পুজো সম্পন্ন হয়। এমন দিনে হলুদ রঙের পোশাক সমৃদ্ধি এনে দিতে পারে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

তৃতীয়া

তৃতীয়া

দেবী চন্দ্রঘণ্টার পুজো সম্পন্ন হয় নবদুর্গার পুজোর তৃতীয় দিনে। সেই দিন সুবজ পোশাকে মায়ের আরাধনা করলে জীবনে শান্তি নেমে আসে বলে জানাচ্ছে শাস্ত্র।

 চতুর্থী

চতুর্থী

চতুর্থী মানেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া! নবদুর্গার পুজোয় সেদিন মা কুষ্মন্ডা পুজো করা হয়। এই দিনে দুঃখ দূর করেত ধূসর বর্ণের পোশকা বাঞ্ছনীয় একজন ভক্তের জন্য।

 পঞ্চমী

পঞ্চমী

পঞ্চমীর দিন স্কন্দমাতাকে পুজো করা হয়। সেদিন কমলা রঙের পোশাকে মায়ের আরাধনা আবশ্যিক। এতে জীবনে সমৃদ্ধি আসে বলে দাবি জ্যোতিষবিদদের।

ষষ্ঠী

ষষ্ঠী

নবরাত্রিতে ষষ্ঠীর দিন দেবী কাত্যায়নীর পুজো সম্পন্ন হয়। সেদিন মাতে সাদা পোশাক পরে পুজো করলে জীবনে সৃষ্টিশীলতা বাড়ে বলে দাবি করা হয় শাস্ত্র মতে।

 সপ্তমী

সপ্তমী

সপ্তমীরে নবদুর্গার পুজোয় দেবী কালরাত্রিকে পুজো করা হয়। এমন দিনে, লালা রঙের পোশাকে ভক্ত, মায়ের আরাধনা করলে, তা ভক্তের জীবনে কুশল সংবাদ নিয়ে আসে বলে শাস্ত্রের মত।

অষ্টমী

অষ্টমী

দুর্গাপুজোর আনন্দ মধ্যগগনে থাকে অষ্টমীর দিন। দুর্গা অষ্টমীতে নবরাত্রির পুজোয় মহাগৌরীর পুজো সম্পন্ন হয়। ভক্ত এদিন আকাশী রঙের পোশাকে মায়ের পুজোর অঞ্জলী দিলে পাপক্ষয় হয় বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

নবমী

নবমী

নবদুর্গা পুজোর নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা হয়। সেদিন গোলাপী রঙের পোশাকে আরাধনার বার্তা দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

English summary
Navaratri 2020, nine colour that a devotee should wear to worship Nabodurga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X