মহাষষ্ঠীর দিন দেবী দুর্গার কোন রূপের পুজোয় কাটে দাম্পত্য সমস্যা! কী বলছে শাস্ত্র
দেখতে দেখতে বাঙালির ক্য়ালেন্ডারের সবচেয়ে আকাঙ্খিত সময় এসে গিয়েছে ২০১৯ সালে। মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন অংশে নবরাত্রি উদযাপনের পালা। আর এই সময়ে দেবী দুর্গাকে নয়দিন ধরে ন'টি ভিন্ন বেশে সাজিয়ে তোলা হয়। আদ মহাষষ্ঠীর দিন পালিত হয় মায়ের কাত্যায়নী রূপের পুজো। আর এই রূপ ঘিরে কয়েকটি মাহাত্ম্যের বিষয় একনজরে দেখে নেওয়া যাক।

কাত্যায়নী পুজো
স্কন্দ পূরাণ বলে, দেবীর ক্ষোভ রাগ থেকে উৎপন্ন হয়েছেন দেবী কাত্যায়নী। অমরকোষ অনুযায়ী দেবী দূর্গার দ্বিতীয় নাম কাত্যায়নী। বলা হয়, অসুরবধের সময় দেবীর ক্ষোভ থেকে জন্ম নেন এই কাত্যায়নী।

কাত্যায়নী আরাধনায় কী ফল মেলে?
বাংলায় প্রচলিত রয়েছে যে, দেবী কাত্যায়নীর পুজায় পাওয়া যায় হারিয়ে যাওয়া জিনিস। আবার অন্য আরেকটি মতে বলে, মা দুর্গার কাত্যায়নী রূপের পুজোয় মেলে বৈবাহিক সম্পর্কে মোক্ষ লাভ। ষষ্ঠীর দিনে এই পুজোয় মেলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি।

কাত্যায়নীর রূপ
শাস্ত্রে কথিত রয়েছে , দেবী কাত্যায়নীর ১০ টি নয়, ৪ টি হাত থাকে। সঙ্গে বাহন হিসাবে থাকে সিংহ। ভারতের পশ্চিম দিকে, মা অম্বার একটি রূপ হিসাবে পূজিতা হন কাত্যায়নী।