For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Puri Ratha Yatra 2019:পুরীর জগন্নাথ মন্দিরে কোন কোন রহস্য বছরের পর বছর ধরে ঘুরপাক খাচ্ছে!

২০১৯ সালের রথযাত্রা যতই এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে পুরীতে। নীলাচল নগরী আপাতত ব্যস্ত পুরীর রথযাত্রা নিয়ে। রথযাত্রার দিন গোটা বিশ্বের নজর টিকে থাকে পুরীর দিকে।

Google Oneindia Bengali News

২০১৯ সালের রথযাত্রা যতই এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে পুরীতে। নীলাচল নগরী আপাতত ব্যস্ত পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। রথযাত্রার দিন গোটা বিশ্বের নজর টিকে থাকে পুরীর দিকে। এই ঐতিহাসিক শহর ঘিরে বহু সময়ে উঠে এসেছে একাধিক অবিশ্বাস্য কাহিনি। কখনও ১৯৯৯ সালের 'সুপার সাইক্লোন' আবার কখনবা 'ফণী'র বিষ দংশন, সমস্ত কিছু সামলেও পুরীর জগন্নাথ মন্দির আজও স্বমহিমায় উজ্জ্বল। মন্দির ঘিরে জমে থাকা রহস্যের চাদর আজও ঘনীভূত । কোন কোন রহস্য পুরীর মন্দিরকে ঘিরে রেখেছে তা দেখে নেওয়া যাক একনজরে ।

প্রসাদ ঘিরে রহস্য

প্রসাদ ঘিরে রহস্য

পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম আশ্চর্য মন্দিরের প্রসাদ। মন্দিরে প্রতিদিন অগণিত ভক্তের ভিড় হয়। শোনা যায়, মন্দিরে যতজন ভক্ত আসেন সকলে এই প্রসাদ পান। আজ পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে তৈরি প্রসাদ না বাড়তি হয়েছে, না কোনও দিনও কম পড়েছে। এমন আশ্চর্য ঘটনাই উঠে আসে পুরীর মন্দিরে।

 কীভাবে রান্না হয় প্রসাদ?

কীভাবে রান্না হয় প্রসাদ?

জগন্নাথ মন্দিরের প্রসাদ সবসময়েই এক বিশেষ পদ্ধতিকে রান্না হয়। আগুনের আঁচের ওপর ৭ টি আলাদা আলাদা পাত্র বসিয়ে রান্না করা হয় এই পাখওয়ান। অদ্ভুতভাবে যে পাত্রটি সবচেয়ে উঁচুতে থাকে, সেই পাত্রটির রান্না সবচেয়ে আগে হয়। আর আগুনের আঁচে যে পাত্রটি সবচেয়ে নিচে বাসনো থাকে,তার রান্না সবশেষে সম্পন্ন হয়।

 মন্দিরের গঠন

মন্দিরের গঠন

মন্দির এমনভাবে গঠিত , যেখানে কোনওভাবেই মন্দিরের সবচেয়ে উঁচু যে খিলানটি রয়েছে তার ছায়া কোনওভাবেই মন্দির চত্বরের মধ্যে পড়বে না। দিনের কোনও সময়েই এই ছায়া মন্দির চত্বরে রড়ে না।

সুদর্শন চক্র কিভাবে প্রতিষ্ঠা হয় মন্দিরে!

সুদর্শন চক্র কিভাবে প্রতিষ্ঠা হয় মন্দিরে!

মন্দিরের মাথায় যে সুদর্শন চক্রটি লাগানো হয়েছে তা কিভাবে লাগানো হচ্ছে, তা নিয়ে রয়েছে কৌতূহল। ঐতিহ্যের এই মন্দির ঘিরে কথিত রয়েছে একটা এই সুদর্শন চক্র মন্দিরের মাথায় কিভাবে লাগানো হয়েছে , এই জটিল প্রশ্নের উত্তর আজ পর্যন্ত উঠে আসেনি। যেভাবে মন্দিরটি গঠন করা হয়েছে তাতে সকলেই অবাক হয়ে যান , যে মন্দির বেয়ে কিভাবে উঠে কেউ এই সুদর্শন চক্রটি লাগাতে পারেন?! পাশাপাশি, বাঁশের মাচা গড়েও এত উঁচু মন্দিরের মাথায় এই সুদর্শন চক্র প্রতিষ্ঠা করা অসম্ভব।

[আরও পড়ুন:পুরীর জগন্নাথ মন্দিরে এই একটা ভুল করলেই ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে সিংহদ্বার ! নেপথ্য়ে কী][আরও পড়ুন:পুরীর জগন্নাথ মন্দিরে এই একটা ভুল করলেই ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে সিংহদ্বার ! নেপথ্য়ে কী]

[আরও পড়ুন:রথযাত্রা ২০১৯:পুরীর জগন্নাথকে ঘিরে রহস্যময় কয়েকটি ঘটনা যা আজও অবাক করে!][আরও পড়ুন:রথযাত্রা ২০১৯:পুরীর জগন্নাথকে ঘিরে রহস্যময় কয়েকটি ঘটনা যা আজও অবাক করে!]

English summary
Mystry and Unknown facts behind Puri Jagannath Temple.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X