For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রথযাত্রা ২০১৯:পুরীর জগন্নাথকে ঘিরে রহস্যময় কয়েকটি ঘটনা যা আজও অবাক করে!

আর কয়েকদিন বাদেই পুরীতে আয়োজিত হতে চলেছে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষ্যে কার্যত সাজো সাজো রব গোটা ওড়িশা জুড়ে। বহু বছরের এই ঐতিহ্যময় উৎসব ঘিরে দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমাগম হয় পুরীতে।

  • |
Google Oneindia Bengali News

আর কয়েকদিন বাদেই পুরীতে আয়োজিত হতে চলেছে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষ্যে কার্যত সাজো সাজো রব গোটা ওড়িশা জুড়ে। বহু বছরের এই ঐতিহ্যময় উৎসব ঘিরে দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমাগম হয় পুরীতে। প্রসঙ্গত, গোটা এই উৎসবের প্রাণকেন্দ্র পুরীর জগন্নাথ মন্দির। যেখানে জগন্নাথকে ঘিরে একের পর এক রহস্যময় কাহিনি প্রচলিত রয়েছে। শুধু কাহিনিই নয়, কথায় বলে, পুরীর জগন্নাথেদেবের সঙ্গে জড়িত তথ্যওহার মানিয়ে দিতে পারে প্রচলিত বহু ধারণাকে। একনজরে দেখে নেওয়া যাক এইসমস্ত অজানা তথ্য।

সুদর্শন চক্র

সুদর্শন চক্র

পুরীর জগন্নাথমন্দিরে যে সুদর্শন চক্র দেখা যায়, তা যেকোনও দিক থেকে দেখলেই সমান দেখতে লাগে। যার ওজন ১ টন। গত ১৮০০ বছর ধরে এই সুদর্শন চক্র মন্দিরের যে জায়গায় রয়েছে ,সেখানেই অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে।

জগন্নাথের উপরে কেউ নেই!

জগন্নাথের উপরে কেউ নেই!

পুরীর জগন্নাথ দেবের উপরে কেউ নেই! এই সত্য অনেকে বিশ্বাস করলেও, তা প্রমাণ করে মন্দিরটি। কারণ, মন্দিরের মাথায় কোনও পাখিকে দেখা যায় না ,আজ পর্যন্ত। দেখা যায়না ওই মন্দিররে ওপর দিয়ে কিছু উড়ে যেতেও! আর তা থেকেই প্রতিষ্ঠিত হয় জগন্নাথ দেবের উপর কেউ নেই।

জগন্নাথদেবের বিশেষ রথ !

জগন্নাথদেবের বিশেষ রথ !

পুরীর জগন্নাথ দেবের জন্য বিশেষ রথ প্রতিবছর প্রস্তুত হয়। বলা হয়, রথের জগন্নাথের জন্য কাঠ আলাদা করে শনাক্ত করা হয়। নিম গাছের কাঠে বিশেষ কয়েকটি গুণ দেখেই তবেই শনাক্ত করা হয় এই কাঠ। অলৌকিকভাবে প্রতিবার রথযাত্রা আগে সেই সমস্ত গুণ সম্পন্ন কাঠ রথযাত্রার সময় পাওয়া যায়। পুরীর জগন্নাথের জন্য যে রথ রাজবেশে সাজে তার নাম 'নন্দী ঘোষ রথ'।

 রথযাত্রা সম্পর্কে কয়েকটি তথ্য

রথযাত্রা সম্পর্কে কয়েকটি তথ্য

পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথ ছাড়াও থাকে আরও দুটি রথ। শুভদ্রার রথের নাম পদ্মধ্বজা রথ। তলধ্বজা রথে অধিষ্ঠান করেন বলভদ্র। এছাড়াও, শুভদ্রার রথে থাকেন সুদর্শন। জগন্নাথের রথে থাকেন মদনমোহন, আর রাম এবং শ্রীকৃষ্ণ যাত্রা করেন বলভদ্রের রথে।

English summary
Mysterious and unknown FACTS about Puri's lord Jagannath.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X