For Quick Alerts
For Daily Alerts
মার্চ মাসের ২০২১ মাসিক রাশিফল : ধনু রাশি
অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে এই গোটা মাসে। অত্যধিক বন্ধুভাবাপন্ন অজানা ব্যক্তিদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন।

আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। এই মাসে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।
এ মাসে আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। যদি আপনি কর্মক্ষেত্রে মানসিক চাপ নেন তাহলে আপনাকে ছাড়া অন্য কারোর কোন ক্ষতি হবে না। হাত-মারফৎ বার্তা যাচাই করে নেওয়া উচিত। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর এই মাসটিতে আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ সময় হবে।