ডিসেম্বর মাসের ২০১৯ মাসিক রাশিফল : ধনু রাশি
আর্থিক সীমাবদ্ধতা আপনাকে কিছু হতাশা দিতে পারে। আমোদপ্রমোদে এবং বিলাসিতায় বাজে খরচ করবেন না। পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়।জীবনের উঁচু নীচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে। আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আপনার একজন আত্মীয় এই মাসে আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে।
পরিবারে কোন মাঙ্গলিক এবং ধার্মিক অনুষ্ঠানের আয়োজনও হতে পারে। প্রেম প্রসঙ্গের জন্য এই বছর চমকপ্রদ হতে পারে। এ মাসে আপনি প্রেমের সাথে যুক্ত কোন নতুন প্রস্তাব পেতে পারেন। যে জাতকের বিয়ের ইচ্ছা রয়েছে তার জন্য নতুন জীবনের সুত্রপাত ঘটবে অর্থাৎ বিবাহের মতো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সময় এটা।
এই বছর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। জাঙ্ক ফুড ইত্যাদির মতো বাইরের খাবার এড়িয়ে চলুন। নাহলে পেটের সমস্যা হবে। সময় থাকতে যদি শরীরের ওপর নজর না দেন তাহলে কষ্ট পেতে হবে। প্রতিকার হিসেবে বৃহস্পতিবার গরিব বাচ্চাদের মধ্যে হলুদ মিষ্টান্ন বিতরণ করুন। এবার মকর রাশির কেমন যাবে ২০১৭ সাল সেটা দেখে নেওয়া যাক।

ধনু রাশির বৈশিষ্ট
এই রাশির জাতক জাতিকারা ধর্ম থেকে বিজ্ঞান , সমস্ত বিষয়েই ব্যাপক বুদ্ধি ধরেন। এঁদের মেধার কোনও তুলনা নেই। এঁদের ভবিষ্যতের সাফল্য দেখার মতোন হয়! আত্মবিশ্বাসে এঁরা তিরকালই ভরপুর হন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এঁরা কর্তৃত্ব কায়েম করতে ভালোবাসেন।

কর্ম
ধনু রাশির জাতক জাতিকারা চিরকালই আইনজীবী হলে সাফল্য পান। এঁরা সকলেই ন্যায় বিচারের পক্ষে মত দিয়ে থাকেন। কর্মক্ষেত্রেও এঁরা সকলেই রীতিমতো সাফল্য পেয়ে যান সহজে।

প্রেম
ধনু রাশির ব্যক্তিত্বরা প্রেমের ক্ষেত্রে সেভাবে সৌভাগ্য পান না। তবে প্রথম প্রেমে সৌভাগ্য না পেলেও, পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে এঁদের প্রেম ব্যাপকভাবে ঘনীভূত হয়। এঁদের প্রেমের আস্থা নির্ভর করে সঙ্গীর সততার ওপর।