জানুয়ারি মাসের ২০২১ মাসিক রাশিফল : মীন রাশি
এই মাসে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। চাকুরীজীবীদের এই মাসের দ্বিতীয় ভাগে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা কর্তব্য-নিষ্ঠা এবং পরিশ্রমের কারণে নিজের আয় বাড়াতে সফল হবেন। শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যাক্তি কোন দীর্ঘকালীন বিনিয়োগের ব্যাপারে ভাবতে পারেন। জুয়া এবং লটারি থেকে দূরে থাকাই ভালো।
আর্থিক দিক দিয়ে এই মাস আপনার জন্য সাধারণ থাকবে। দীর্ঘকালীন নিয়োগের জন্য ভালো সময়। এমাসে পড়াশুনায় আপনার একাগ্রতা বাড়বে। সরকারী পরীক্ষায় সাফল্য পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যে শিক্ষার্থী পড়ার জন্য বিদেশ যেতে চায়, তাদের প্রচেষ্টা শক্তিশালী করতে হবে। এমাসের ভবিষ্যফল অনুসারে উচ্চশিক্ষার শিক্ষার্থীর জন্য এই সময় কঠিন পরিশ্রমের হবে।
অযথা ঝগড়া থাকে বাঁচুন এবং প্রত্যেকের ভাবনাকে সম্মান করতে শিখুন। বাড়িতে কোন ধার্মিক ও মাঙ্গলিক অনুষ্ঠান হলে মন প্রসন্ন থাকবে। আপনি কোন নতুন গাড়ি বা জমি-জায়গা কিনতে পারেন। জীবনসঙ্গীর সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের উন্নতিতে আপনি আনন্দ অনুভব করবেন। যদি কাউকে প্রেম প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন তাহলে দেরি করবেন না। আপনার সদর্থক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো প্রেমিক-প্রেমিকারা নিজের সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্বাচ্ছন্দ্য অনুভব করতে পারেন।

মীন রাশির বৈশিষ্ট
মীন রাশির জাতিক জাতিকারা সাধারণত খুবই শান্ত স্বভাবের হয়ে থাকেন। এঁরা আধ্যাত্মিক জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন অনেক সময়ে। বিশেষত সাহিত্য় থেকে শৈল্পিক চেতনায় এঁরা নিজেদের দাপট কায়েম করে থাকেন।

কর্ম
কর্মক্ষেত্রে এঁদের সঙ্গে অনেকেরই সমঝোতার অভাব হয়ে থাকে। সাময়িক বিষণ্ণতা এঁদের জীবনে কাজের ক্ষেত্রে বাদা প্রদান করে থাকে। তবে কাজের নিপুণতার জন্য এঁরা প্রচণ্ড প্রশংসা অর্জন করেন।

প্রেম
মীন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন অত্যন্ত উজ্জ্বল। বন্ধুত্ব থেকে প্রেম যেকোনও সম্পর্ককে এঁরা খুবই গুরুত্ব সহকারে দেখেন। আর তাতেই এঁরা চরম সাফল্য পেয়ে যান।