জানুয়ারি মাসের ২০২১ মাসিক রাশিফল : মিথুন রাশি
বিবাহ যোগ রয়েছে বহু জাতক জাতিকাদের। সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা লেগে থাকতে পারে। সন্তান লাভের প্রবল যোগ রয়েছে এই সময়ে। শুধু তাই নয়, এই সময়কালে বিদেশযাত্রার সুযোগও আসতে পারে অনেকের কাছে।

তবে খুব সাবধান বহু ব্যক্তিত্বের গোপন সম্পর্ক সামনে আসতে পারে। অর্থ উপার্জনের জন্য সময় ভালো। তবে এই মাসে আপনি যা আয় করবেন তার থেকে বেশী ব্যয় করবেন। কোথাও আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। ছাত্রদের জন্য সময় কিছুটা অনুকুল বলা যেতে পারে। আপনি পড়াশোনায় খুব ভালো ফল দেখাতে পারবেন। যদি আপনি গবেষণারত ছাত্র হয়ে থাকেন তাহলে খুব ভালো ফলের আশা করতে পারেন।
আপনি এই বছর ঘরোয়া কাজে অত্যধিক অর্থ ব্যয় করবেন। জীবনসাথীর কাছ থেকে আপনি কোন দামী উপহার পাওয়ার আশা করতে পারেন। বছরের মাঝখান থেকে আপনার সম্পর্ক কিছু অশান্তিপূর্ণ থাকতে পারে। প্রেম সম্পর্কের সূচনা করার জন্য খুব সুন্দর সময়। বিপরীত লিঙ্গের প্রতি আপনার অত্যন্ত আগ্রহ বাড়বে। এমন অবস্থায় একের বেশী প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে।