ডিসেম্বর মাসের ২০১৯ মাসিক রাশিফল :কর্কট রাশি
অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে এই গোটা মাসে। অত্যধিক বন্ধুভাবাপন্ন অজানা ব্যক্তিদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখুন। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। এই মাসে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।
কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মাস শান্তসুলভ থাকবে, বলা ভাল চিন্তামুক্ত কাটবে এই মাসটা। আপনার পাশের পরিবেশে বিশাল পরিবর্তন আসতে পারে। তার জন্য প্রস্তুত থাকুন। আপনার পাশে কি হবে বা হতে চলেছে তা আপনি আগে থেকে বুঝতে পারবেন না। যা হবে আচমকাই হবে। যা হবে তার ফলে আপনি আরও বেশি সচেতন হয়ে যাবেন। এই মাসে বেশ কিছু ইতিবাচক মুহূর্ত লুকিয়ে রয়েছে আপনার জন্য।
যে কোনও কাজ মনোযোগের সঙ্গে করুন। ব্যক্তিগত জীবনেও মনোযোগী হন। মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত নজর দিলে বুঝতে পারবেন সারা মাসে যা কাজ করেছেন তার মধ্যে সিংহভাগই অকাজ। তাই বুঝে শুনে কাজ করার চেষ্টা করুন।

কর্কট রাশির বৈশিষ্ট
কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত ব্যাপক মেজাজি হন। একই সঙ্গে এঁরা সংবেদনশীল ও অত্যন্ত চাপা স্বভাবের হয়ে থাকেন। এঁদের স্বভাবসিদ্ধ দয়াভাব অনেককেই আকর্ষণ করতে সাহায্য করে। তবে এঁদের সহজেই আশপাশের মানুষ প্রতারণা করতে পারে। সৃজনশীল কর্কট রাশির জাতক জাতিকারা উচ্চভিষালাশী হন।

কর্ম
কর্কট রাশির জাতক জাতিকাদের ইউনিটিউশন প্রবল। অনেক কিছুই এঁরা আগে থেকে আন্দাজ করতে পারেন। জনসংযোগ , সেবামূলক কাজে এঁদের সাফল্য আসে। এঁদের মধ্যে গান ও সৃজিনশীলতার বড় আকাঙ্খা থাকে।

প্রেম
প্রেম ও বিয়ে বলতে এঁদের কাছে শান্তির অন্য এক নাম। নিজের সঙ্গীর জন্য় আপনি সমস্ত কিছু করতে পারেন। সঙ্গী দুঃখ পেলেই আপনি অবসাদগ্রস্ত হয়ে যান। সঙ্গীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবেন না আপনি।