জানুয়ারি মাসের ২০২১ মাসিক রাশিফল : মেষ রাশি
বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে সপ্তাহে প্রেমে ভোগান্তি থাকবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান।
আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন।
সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। এ মাসে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।
খুচরা বিক্রয়ে ভালো লাভ হবে। বাড়িতে কোনো আত্মীয় সমাগম হতে চলেছে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা প্রবল। ফলে আপনার সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বেকারী ব্যবসায় ভালো রোজগার হবে। বস্ত্র ও কাপড় ব্যবসায় ভালো আয়ের যোগ।

মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট
মেষ রাশির জাতক জাতিকারা সাহসী, আবেগপ্রবণ, উচ্চভিলাষী হন। এঁরা খুবই কর্মপ্রবণ মানুষ হন।একই সঙ্গে এঁরা কর্মোদ্যোগী হয়ে ওঠেন। অত্যন্ত পরিশ্রমী মানুষ হয় মেষ রাশির জাতক জাতিকারা। যেকোনও কাজের ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করেন এঁরা। তবে এঁরা একটু স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকেন।

কর্মজীবন
এই ধরনের মানুষরা সাধারণত নেতৃত্বপরায়ণ মানুষ হয়ে থাকেন। কর্মজীবনের ক্ষেত্রে এঁরা প্রতিযগিতায় বিশ্বাস হন। জনসংযোগমূলক কাজ, বা পরিশ্রম সাপেক্ষ কাজে এঁরা চিরকালীন সাফল্য পেয়ে থাকেন।

আর্থিক জীবন
আর্থিক দিক থেকে এঁরা প্রবূত উন্নতি করে থাকেন। তবে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে এঁরা সেই টাকা ধরে রাখতে পারেননা। তবে অর্থলগ্নির বিষয়ে সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়।

প্রেম ও বিয়ে
প্রেম সম্পর্কে এঁদের আকাশ কুসুম ভাবনা থাকে। যাঁকে এঁরা ভালোবাসেন তাঁকে এঁরা মন প্রাণ ঢেলেই ভালোবাসতে পছন্দ করেন। এঁরা খানিকটা একরোখা স্বভাবের হয়ে থাকেন যা এঁদের জীবনে প্রভূত প্রভাব ফেলে।