
জানুয়ারি মাসের ২০২৩ মাসিক রাশিফল : মেষ রাশি
এই রাশিদের ব্যক্তিদের জানুয়ারি মাস বেশ ভালোই যাবে। । এসময় আপনারা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে আপনাদের আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনারা চাকরি পেতে পারেন। সেখানেও আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের মাসের পর থেকে আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২২ সালে যেসব ইচ্ছা আপনাদের পূরণ হয়নি ২০২৩ সালে সেইসব ইচ্ছে আপনাদের পূরণ হবে এবং স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এসময় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিয়ে থাকেন সেখানে আপনার সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের আর্থিক অবস্থার আরোও উন্নতি হবে।
উপায়: প্রতিদিন হনুমানজির উপাসনা ও সুন্দর কাণ্ডের পাঠ করুন।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : মঙ্গল
শুভ নম্বর : ৯, ১৫, ২৫, ৩৯, ৪৭, ৫৯
শুভ দিন : সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার
শুভ রঙ : নীল, হলুদ, বাদামি, কমলা, গোলাপী

মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট
মেষ রাশির জাতক জাতিকারা সাহসী, আবেগপ্রবণ, উচ্চভিলাষী হন। এঁরা খুবই কর্মপ্রবণ মানুষ হন।একই সঙ্গে এঁরা কর্মোদ্যোগী হয়ে ওঠেন। অত্যন্ত পরিশ্রমী মানুষ হয় মেষ রাশির জাতক জাতিকারা। যেকোনও কাজের ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করেন এঁরা। তবে এঁরা একটু স্বাধীন চেতা স্বভাবের হয়ে থাকেন।

কর্মজীবন
এই ধরনের মানুষরা সাধারণত নেতৃত্বপরায়ণ মানুষ হয়ে থাকেন। কর্মজীবনের ক্ষেত্রে এঁরা প্রতিযগিতায় বিশ্বাস হন। জনসংযোগমূলক কাজ, বা পরিশ্রম সাপেক্ষ কাজে এঁরা চিরকালীন সাফল্য পেয়ে থাকেন।

আর্থিক জীবন
আর্থিক দিক থেকে এঁরা প্রবূত উন্নতি করে থাকেন। তবে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে এঁরা সেই টাকা ধরে রাখতে পারেননা। তবে অর্থলগ্নির বিষয়ে সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়।

প্রেম ও বিয়ে
প্রেম সম্পর্কে এঁদের আকাশ কুসুম ভাবনা থাকে। যাঁকে এঁরা ভালোবাসেন তাঁকে এঁরা মন প্রাণ ঢেলেই ভালোবাসতে পছন্দ করেন। এঁরা খানিকটা একরোখা স্বভাবের হয়ে থাকেন যা এঁদের জীবনে প্রভূত প্রভাব ফেলে।