For Daily Alerts
ফেব্রুয়ারি মাসের ২০২১ মাসিক রাশিফল : কুম্ভ রাশি
ব্যবহারে রুক্ষতা ও কটুতা আস্তে দেবেন না। আপনার স্বাস্থ্য সম্পর্কে একটু সাবধান হওয়া প্রয়োজন। যে ব্যাক্তি মধুমেহ ও বাড়তি মেদের সমস্যায় ভুগছেন, তাঁদের নিজের খেয়াল রাখা প্রয়োজন।

এই সময় এই রোগ আপনাকে অধিক প্রভাবিত করতে পারে। গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন। প্রাতঃকালে নিয়মিত সূর্যকে জল দেওয়া আপনার জন্য শুভ সময় আনতে পারে।