For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌভাগ্য-দুর্ভাগ্য নির্ভর করে আয়নায়! বিপদ কাটাবার উপায় জানুন বাস্তুমতে

বাড়িতে আয়নায় ঘুরে ফিরে মুখ দেখার অভ্যাস অনেকেরই থাকে। তবে এই অভ্যাস অনেক সময়ে বিপদ ডেকে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে, আয়নার গুরুত্ব যথেষ্ট।

  • |
Google Oneindia Bengali News

বাড়িতে আয়নায় ঘুরে ফিরে মুখ দেখার অভ্যাস অনেকেরই থাকে। তবে এই অভ্যাস অনেক সময়ে বিপদ ডেকে আনতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে, আয়নার গুরুত্ব যথেষ্ট। বাস্তুমতে আয়না ঘরের বিশেষ কয়েকটি দিকে রাখলে , তা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। জেনে নিন আয়না নিয়ে গুণাগুণের কয়েকটি দিক।

আয়না ঘরে কীভাবে রাখবেন?

আয়না ঘরে কীভাবে রাখবেন?

বেড রুমে আয়না রাখা খুব একটা সুখকর নয়। বাস্তুবিদদের মতে, শোবার সময় এই আয়না ঢেকে রাখুন কোনও কাপড় দিয়ে।

[আরও পড়ুন:গোপন প্রেম ফাঁস হতে পারে শিগগিরই! কার ভাগ্যে এমনটা ঘটতে পারে, জানুন রাশিফলে][আরও পড়ুন:গোপন প্রেম ফাঁস হতে পারে শিগগিরই! কার ভাগ্যে এমনটা ঘটতে পারে, জানুন রাশিফলে]

আয়নায় প্রতিবিম্ব

আয়নায় প্রতিবিম্ব

বিছানায় শোওয়া অবস্থায় যেন তার প্রতিবিম্ব আয়নায় না পড়ে । বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , এতে জীবনে সমস্যা আসতে পারে। ঘটে যেতে পারে বিপদ।

[আরও পড়ুন:মেজাজ যখন তখন পাল্টে যায় এই সমস্ত রাশির জাতক-জাতিকাদের][আরও পড়ুন:মেজাজ যখন তখন পাল্টে যায় এই সমস্ত রাশির জাতক-জাতিকাদের]

কোথায় আয়না রাখবেন না?

কোথায় আয়না রাখবেন না?

বাড়িতে ঢোকার মুখে আয়না রাখবেন না। বাড়িতে প্রবেশের সময় আর বেরোনোর সময় কারোর প্রতিবিম্ব আয়নায় না পড়াই ভালো। এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের।

বাথরুমে কোথায় আয়না থাকবে?

বাথরুমে কোথায় আয়না থাকবে?

বাথরুমে আয়না লাগেই। তবে সেই আয়না পরিস্কার রাখা অপরিহার্য। আয়নায় সাবান বা জলের ছিটে লেগে থাকলে , তা পরিস্কার করে রাখাই শ্রেয়।

[আরও পড়ুন:দুর্গাপুজোয় সৌভাগ্য ফেরাতে কয়েকটি টিপস, জেনে নিন রাশিফলে][আরও পড়ুন:দুর্গাপুজোয় সৌভাগ্য ফেরাতে কয়েকটি টিপস, জেনে নিন রাশিফলে]

আয়না কোন দিকে রাখবেন?

আয়না কোন দিকে রাখবেন?

আয়না রাখুন বাড়ির উত্তর পূর্বা দিকে। যা আপনার জীবনে সুখ শান্তি বজায় রাখবে। আর ভাঙা আয়না ঘরে না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

কোন ধরনের আয়না সুখ সমৃদ্ধি নিয়ে আসে?

কোন ধরনের আয়না সুখ সমৃদ্ধি নিয়ে আসে?

আয়তাকার বা বর্গাকার আয়নাই ঘরের পক্ষে শুভ। এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে।

ঘরে বাস্তুদোষ কাটাতে আয়না..

ঘরে বাস্তুদোষ কাটাতে আয়না..

ঘরে যদি বাস্তু দোষ থাকে, তাহলে তা কাটাতে দুটি আয়না মুখোমুখি রাখুন। প্রতিবিম্ব অনেক সময় শুদ্ধিকরণ করে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

English summary
Mirror brings bad luck miss fortune , know how to evade it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X