For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মকর সংক্রান্তিতে শনি-দোষ কাটানোর সহজ উপায় কী! কয়েকটি টিপস

আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। পঞ্জাবে লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল আর এরাজ্যে পিঠে পার্বন উৎসবের জন্য অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। পঞ্জাবে লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল আর এরাজ্যে পিঠে পার্বন উৎসবের জন্য অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। জ্য়োতিষ শাস্ত্র বলছে, মকর সংক্রান্তির দিন বেশ কয়েকটি কাজ করলে বাস্তুশান্তি যেমন আসে,তেমনই কেটে যায় শনিদোষ। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিধি পালন করলে, তা মকর সংক্রান্তিতে শনিদোষ কাটিয়ে দেয়।

বস্ত্রদান

বস্ত্রদান


মকর সংক্রান্তির দিন কালো বস্ত্র দান করা যায় দরিদ্রদের তাহলে শনি দোষ কেটে যায়। মনে করা হয় ,এই সময় বস্ত্প বিতরণ খুবই ভালো কাজ।

তিল দান

তিল দান

মকর সংক্রান্তির দিন কালো তিল বাড়ির আশপাশে ছড়িয়ে দেওয়া মঙ্গলদায়ক। অন্যদিকে, এমন দিনে তিল দিয়ে কোনও রান্নাও শুভফল দিয়ে থাকে। তিল দান এই দিনে খুবই শুভ।

ভাজা খাবার..

ভাজা খাবার..

জ্যোতিষবিদদার বলছেন, এমন দিনে কোনও তেলের ভাজা খাবার খাওয়া শুভ। কোনও কালো কুকুরকেও এই দিনে খাবার দেওয়া মঙ্গলদায়ক ফল দিয়ে থাকে।

খিচুড়ি

খিচুড়ি

এমন দিনে বিভিন্ন চাল ডালের মিশ্রণে খিচুড়ি খাওয়া গৃহস্থের পক্ষে শুভ। এছাড়াও খিচুড়ি এমন দিনে ঈশ্বরের উদ্দেশে অর্পণ করাও লাভজনক।

সূর্যপ্রণাম

সূর্যপ্রণাম

মকর সংক্রান্তির দিন স্নানের বিধি ও সময় মেনে সকালে স্নারে পর সূর্যপ্রণাম করা অত্যন্ত পূণ্যের কাজ। জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন , এতে শনি দোষ কেটে যায়।

English summary
Makar Sankranti- Must Avoid 5 Things To Prevent Wrath of Lord Shani.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X