For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্ম কুণ্ডলীর এই মহাযোগ ঘুরিয়ে দেবে ভাগ্যের চাকা, জেনে নিন ভাগ্যফল

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রের গণনা নক্ষত্র এবং গ্রহের অবস্থান এবং গতিবিধির উপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ এবং নক্ষত্রগুলি একজন ব্যক্তির ভাগ্য এবং জীবন পরিবর্তন করতে পারে। জ্যোতিষশাস্ত্রে বেশ কয়েকটি যোগকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যদি কোনও ব্যক্তির রাশিতে এই মহাযোগগুলি থাকে তবে তিনি এর ফলে জীবনে অনেক আয় উন্নতি করতে পারেন। তবে এর জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। দেখে নেওয়া যাক সেই মহাযোগ গুলি কী কী, এবং কুণ্ডলীতে এই যোগ থাকলে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার।

গজকেশরী যোগ

গজকেশরী যোগ

জ্যোতিষশাস্ত্রে, গজকেশরী যোগকে সবচেয়ে বড় এবং সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যাঁর কুণ্ডলীতে এই যোগ আছে তিনি বিশেষ সুবিধা লাভ করে থাকেন জীবনের সকল ক্ষেত্রে। চন্দ্র ও গুরু অর্থাৎ বৃহস্পতির মিলনের মাধ্যমে এই মহাযোগ গঠিত হয়। জন্মছকে যদি বৃহস্পতি প্রধান আরোহণে অবস্থান করে তাহলে এই যোগ অধিক কার্যকর হয়। কিন্তু জন্মকুণ্ডলীতে গজকেশরী যোগ থাকলে পিতামাতা ও গুরুজনদের অবশ্যই সম্মান করতে হবে। এ ছাড়া মিথ্যা বলা ও মদ্যপান এড়িয়ে চলতে হবে। নাহলে জীবনে আসতে পারে বিপদ।

 বুধাদিত্য যোগ

বুধাদিত্য যোগ

এই যোগ অনেক মানুষের জন্মকুণ্ডলীতেই পাওয়া যায়। বুধ ও সূর্যের মিলনে এই যোগ গঠিত হয়। বুধাদিত্য যোগের কারণে জাতক জাতিকার জীবনে অনেক সম্মান ও সম্পদ লাভ হয়। তবে কুণ্ডলীতে এই যোগ তৈরি হলে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। এছাড়াও, রোজকার কাজে অমনোযোগী মনোভাব এড়িয়ে চলা উচিত, কারণ এটি করার ফলে এই যোগের সুফল পাওয়া যায় না।

 পঞ্চমহাপুরুষ যোগ

পঞ্চমহাপুরুষ যোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পঞ্চমহাপুরুষ যোগ ৫টি গ্রহের মিলনে গঠিত হয়। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনির সমন্বয়ে পঞ্চমহাপুরুষ যোগ হয়। পঞ্চমহাপুরুষ যোগের সুফল তখনই পাওয়া যায় যখন জন্মকুণ্ডলীর কেন্দ্রে বা ত্রিকোণাকৃতি ভাবে এই যোগ গঠিত হয়। যদি কুণ্ডলীতে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়, তাহলে ব্যক্তির উচিত অহংকার পরিহার করা। এছাড়াও যে যে গ্রহ নিয়ে পঞ্চমহাপুরুষ যোগ গঠিত হয় সবসময় উচিৎ সেই গ্রহগুলি যেন জন্মছকে জাতক জাতিকাদের শুভ ফল প্রদান করে সেদিকে নজর রাখা।

ভদ্র যোগ

ভদ্র যোগ

মূলত বুধ গ্রহের দ্বারা জন্মকুণ্ডলীতে এই যোগ তৈরি হয়। জন্মছকে বুধ লগ্নপতি হলে বা চন্দ্রের স্থানে থাকলে এই যোগ হয়। এই যোগ যাঁদের জন্মছকে থাকে তাঁরা সুবুদ্ধি এবং অগাধ জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হন। এছাড়াও এই জাতক জাতিকারা কথা বলায় খুব পারদর্শী হয়ে থাকেন। কিন্তু এই যোগ যদি জন্মকুণ্ডলীতে থাকে তাহলে খেয়াল রাখতে হবে ব্যাক্তি যাতে কোনও অসৎ সঙ্গে না পড়েন। এছাড়াও নিজের গলার যত্ন নিতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

বুধ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিনবুধ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন


English summary
mahayoga in kundali on astrology effects in life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X