For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুপূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের তাৎপর্য কী! কয়েকটি বিশেষ তথ্য

২৭ জুলাই রাতের আকাশে রক্তবর্ণ চাঁদ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে কৌতূহল গোটা বিশ্বের।

  • |
Google Oneindia Bengali News

২৭ জুলাই রাতের আকাশে রক্তবর্ণ চাঁদ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে কৌতূহল গোটা বিশ্বের। গুরুপূর্ণিমার দিন আকাশে মহাজাগতিক বিরল ঘটনা নিয়ে বেশ কয়েকটি ঘটনা তাৎ পর্যপূর্ণ বলে মনে করছে জ্য়োতিষশাস্ত্র। জ্যোতিষবিদরা মনে করছেন , গুরুপূর্ণিমার দিন চন্দ্রগ্রহণকে ঘিরে মহাজাগতিক কয়েকটি বিষয় বেশ তাৎ পর্যপূর্ণ। দেখে নেওয়া যাক সেই সমস্ত বিষয়গুলিকে।

গুরুপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ

গুরুপূর্ণিমা ও চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণের সময় মঙ্গল পৃথিবীর বেশ খানিকটা কাছে। এই সংযোগের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই গুরুপূর্ণিমার দিনের চন্দ্রগ্রহণ বেশ প্রাসঙ্গিক হয়ে উঠবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এতে প্রাকৃতিক দুর্যোগ আসবার সম্ভাবনা বেশি।

ত্রিগ্রহী যোগ

ত্রিগ্রহী যোগ

চন্দ্রগ্রহণকে ঘিরে তিনটি গ্রহের যোগ রয়েছে। কেতুর সঙ্গে মকর রাশিতে চাঁদ থাকবার ফলে গ্রহণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এই যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

[আরও পড়ুন:২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে][আরও পড়ুন:২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ আপনার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে]

গুরুপূর্ণিমার তিথি কখন

গুরুপূর্ণিমার তিথি কখন

২৭ জুলাই গুরুপূর্ণিমার দিন শুক্লপক্ষে রাত ১১:১৬ থেকে ১ টা ৫০ মিনিট পর্য়ন্ত থাকছে এই তিথি। যা ২৮ জুলাই পর্যন্ত থাকবে। এদিকে, গ্রহণের সময় হচ্ছে রাত ১১:৫৪ মিনিট থেকে ৩:৫৫ মিনিট পর্যন্ত। অনেক জ্যোতিষীর পরামর্শ রাহুকাল এদিন পড়ে যাওয়ায় সুতককালে গুরু পূর্ণিমার পূজা করা উচিত।

দ্বিতীয়বার ব্লাডমুন

দ্বিতীয়বার ব্লাডমুন

দ্বিতীয়বার ব্লাডমুন দেখা যাবে এবছরে। নিঃসন্দেহে এই ঘটনা অত্যন্ত প্রাসঙ্গিক।গুরুপূর্ণিমার দিন এমন গ্রহণের ফলে বহু রাশিতে তার প্রবাব পড়ছে। তবে সবচেয়ে বেশি কুপ্রভাব পড়ছে মকর রাশিতে।

English summary
Lunar eclipse on Guru Purnima, Here are some facts of astrology, 27th July lunar eclipse and guru purnima.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X