For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ এর জুলাইয়ের আংশিক চন্দ্রগ্রহণে পুরীর মন্দিরে কোন রীতি পালিত হচ্ছে

আষাঢ় মাসের রাতের আকাশে আক এক মহাজাগতিক দৃশ্য় দেখতে চলেছে গোটা দেশ। এদিন মধ্যরাত থেকে ভারতের আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ।

  • |
Google Oneindia Bengali News

আষাঢ় মাসের রাতের আকাশে আক এক মহাজাগতিক দৃশ্য় দেখতে চলেছে গোটা দেশ। এদিন মধ্যরাত থেকে ভারতের আকাশে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। এই ২০১৯ সালের জুলাইয়ের চন্দ্রগ্রহণ ঘিরে একাধিক তথ্য় ও গণনা উঠে আসছে জ্য়োতিষ মতে। দেখে নেওয়া যাক এমন এক দিনে পুরীর মন্দিরে কী কী ধরনের ঐতিহ্য মণ্ডিত রীতি পালিত হয়।

ভোর থেকে শুরু হয়েছে রীতিনীতি

ভোর থেকে শুরু হয়েছে রীতিনীতি

এদিন ভোর থেকে গুরু পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ ঘিরে পুরীর মন্দিরে শুরু হয়েছে একাধিক অনুষ্ঠান। ভোর ৬ টা নাগাদ শুরু হয় দ্বারপীঠ। সাড়ে ছ'টায় শুরু হয় ভিতর শোধ। ঠিক সকাল ৭ টা বাজতেই হয়ে গিয়েছে মঙ্গল আরতি।

গ্রহণ ঘিরে রীতি

গ্রহণ ঘিরে রীতি

রাত দেড়টা থেকে পড়ছে এদিনের চন্দ্রগ্রহণ। আর সেই সময় পুরীর মন্দিরে শুরু হবে গ্রহণ মহাসন। সেই সনময়েই সেবায়েতরা সেখানে স্নান করবেন। এরপরই গ্রহণ মিটে গেলে থাকবে গ্রহণ ভোগ নীতি।

১২ টা থেকে কী ঘটতে চলেছে পুরীর মন্দিরে?

১২ টা থেকে কী ঘটতে চলেছে পুরীর মন্দিরে?

চন্দ্রগ্রহণের দিন ১২ টা থেকে মৈলামা পর্ব চলবে। এরপর ভোগের পালা। এরপর দুপুর ২ টো থেকে ৩ টে পর্যন্ত মধ্যাহ্ন ধূপ পর্ব চলবে. যাবতীয় রীতি এদিন শেষ হবে চন্দ্রগ্রহণ পর্ব ১৭ জুলাই বোল ৪ টে তে মিটলে।

English summary
Lunar eclipse July 2019, Know what Puri jagannath Temple rituals on Grahan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X