চন্দ্রগ্রহণ ৫ জুন: আপনার জীবনের মোড় কোনদিকে যাবে! বলে দিচ্ছে রাশিফল
জ্যোতিষবিদদের গণনা গত ডিসেম্বরের সূর্যগ্রহণের সময়ে করোনার প্রবল আক্রমণ হয়েছে বিশ্বে। এবার আরও এক গ্রহণ। দেশে করোনার প্রবল দংশনে যখন উথাল পাথাল পরিস্থিতি তখন আসছে ৫ জুনের চন্দ্রগ্রহণ। এই সময়টায় আপনার ভাগ্যে চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক।

মেষ
মেষ রাশির জাতক জাতিকারা এই সময় কঠিন পরিস্থিতিতে পড়বেন। পরিবার সংক্রান্ত কোনও বিপাকে পড়তে পারেন আপনারা। অযথা কথাকাটাটি এড়িয়ে চলুন।

বৃষ
ব্যবসার ক্ষেত্রে আপনার সমস্যায় পড়বেন। কারোর সঙ্গে অযথা ঝামেলা করবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

মিথুন
সতর্ক থাকুন। কোনও অযথা বাকবিতণ্ডায় জড়াতে যাবেন না। আপনার বিপদ কীভাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তবে আর্থিক পরিস্থিতি ভালো হবে।

কর্কট
কর্কট রাশির জাতকদের এই সময় বহু বিপদে পড়তে হবে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন।

সিংহ
পরিবারের দিকে নজর দিন। নিজের খেয়াল না রাখলে সমস্যায় ভুগবেন। পরিবারে বড় জটিলতা আসতে পারে।

কন্যা
কোনও ব্যবসায়িক কাজে পা রাখতে গেলে ভেবে চিন্তে তা করুন। নয়তো প্রভূত বিপদ থাকতে পারে।

তুলা
কাজের জায়গায় বিরক্তিজনক পরিস্থিতি আসতে পারে। নিজের কথায় লাগাম দিন। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাকক জাতিকারা মানসিক চাপ নেবেন না। আধ্যাত্মিক কাজে মন দিন। পূজায় মননিবেশ করুন।

ধনু
নেগেটিভ চিন্তা ছেড়ে দিন। অহেতুক টেনশন নেবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চলুন।

মকর
প্রিয়জনের স্বাস্থ্যহানি হতে পারে। ঝগড়া এড়িয়ে চলুন। ব্যাবসায়িক ক্ষতির জন্য নিজেকে প্রস্তুত রাখুন।

কুম্ভ
স্বাভাবিক গতেই চলবে জীবন। তবে শত্রুর দিকে কড়া নজর রাখুন। স্বাস্থ্য নিয়ে উদাসীন হবেন না।

মীন
গাড়ি চালানোর সময় সচেতন হোন । সন্তানের যত্ন নিন। এই সময় এগুলি খুব দরকার।

চন্দ্রগ্রহণ ২০২০: কিছু পৌরাণিক বিশ্বাস কী কারণে আজও প্রচলিত! নেপথ্যে কোন ঘটনা