চন্দ্রগ্রহণ ৫ জুলাই ২০২০: সময় ভালো কাটতে চলেছে কাদের! জানুন রাশিফলে
গুরুপূর্ণিমার মধ্যেই শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ। এমন একটা সময় এই গ্রহণকাল পড়েছে যখন গোটা দুনিয়া করোনার মতো মারণ গ্রাসে জুঝছে। করোনার প্রবল দংশনে গোটা বিশ্ব আর্তনাদ শুরু করেছে। এই সময় ৩০ দিনে পর পর টানা ৩ টি গ্রহণ সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় আগামী ৫ জুলাইয়ের গ্রহণ রাশিফলে কোন সুপ্রভাব বিস্তার করবে , দেখে নেওয়া যাক।

সিংহ
এই রাশির সময় খানিকটা ভালো কাটতে চলেছে গ্রহণের সময়। এই রাশির জাতকল জাতিকাদের এই গ্রহণকালে ব্যবসায় উন্নতির প্রবল সম্ভবনা রয়েছে।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় নিজের ব্যবসা নিয়ে খুবই সুখে থাকবেন। এই সময় কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের।

ধনু
কর্মক্ষেত্রে সুখ্যাতি পাবেন ধনু রাশির জাতক জাতিকারা। তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে।

মকর
মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পেতে শুরু করবেন। অনেকদিন ধরে কোনও কাদ পড়ে থাকলে , তা এখনই সাফল্য পাবে।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসা ও কর্মক্ষেত্রে এই সময় বালো ফল পাবেন। খুবই ভালো সময় কাটতে চলেছে এই চন্দ্রগ্রহণের সময়।
৫ জুলাই চন্দ্রগ্রহণের সময় কোন জিনিস 'দান' করলে সম্পত্তি , সমৃদ্ধি, সুখ আসতে বাধ্য! কিছু টিপস