For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর: বিশেষ গ্রহণ যোগে এই চার রাশির জাতক জাতিকাদের ওপর পড়ছে প্রভাব

চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর: বিশেষ গ্রহণ যোগে এই চার রাশির জাতক জাতিকাদের ওপর পড়ছে প্রভাব

  • |
Google Oneindia Bengali News

গ্রহ নক্ষত্রের গতিবিধি জ্যোতিষমতে আমাদের সাধারণ জীবনের ওপর ব্যপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। এদিকে, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মতো ঘটনার জেরে মানুষের জীবনে প্রভূত প্রভাব ঘটে যায়। বগু ধরনের অদল বদল আসতে পারে এই ধরনের গ্রহের হেরফেরের জন্য। ২০২১ সালে মোট ৪ টি গ্রহণ সম্পন্ন হওয়ার কথা। তার মধ্যে বছরের প্রথমের দিকেই কেটে গিয়েছে ২ টি গ্রহণ। এরপর রয়েছে আরও দুটি গ্রহণ। আসন্ন ১৯ নভেম্বর রয়েছে চন্দ্রগ্রহণ। সেই গ্রহণের দিন বিভিন্ন রাশির জাতক জাতিকাদেক জীবনে কোন কোন প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক।

কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

বলা হচ্ছে ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণের আগেই একটি বিশেষ যোগ পড়তে শুরু করে দিয়েছে। ২৩ অক্টোবর থেকে এই যোগ শুরু হয়েছে। এবারের যোগ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো খবর নিয়ে আসবে না বলে জানাচ্ছেন জ্যোতিষ বিদরা। বৃষরাশিতে এই যোগ পড়ছে। বলা হচ্ছে, এই যোগের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হবেন। কারণ বৃষ রাশিতে এই যোগ পড়ছে।

বৃষ রাশির ক্ষেত্রে বার্তা

বৃষ রাশির ক্ষেত্রে বার্তা

জ্যোতিষ মতে, গ্রহণের সর্বাধিক প্রভাব বৃষ রাশির জাতক জাতিকাদের উপর পড়বে, তাই এই সময় তাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। এর বাইরে, যেকোনো ধরনের বিতর্ক করা, অযথা অর্থ ব্যয় করা থেকে বিরত থাকা উচিত। এরফলে ক্ষতির সম্ভাবনা প্রবল পরিমাণে হতে পারে। অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। সামগ্রিকভাবে, এই সময়ে ধৈর্য এবং শান্তভাবে কাজ করুন। কোনও কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে নিতে ভগবান শিবের পূজা করুন।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কালে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে যদি কোনও দাম্পত্যের সম্পর্কের জটিলতায় পড়ে থাকেন,তাহলে তা এড়িয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেলুন খুবই জলদি। নয়তো বড়সড় বিপাকে পড়ে যেতে পারেন। যাবতীয় চলাফেরা সাবধানতার সঙ্গে করুন। কাউকে কোনও কথা বললে তা সতর্কভাবে বলতে থাকুন।

 তুলা

তুলা

শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা এই সময় লেগে থাকলেও তা বড় বিপদ থেকে মুক্তি দিতে পারে। এই সময় আপনারা কোনও নেতিবাচক ভাবনার মধ্যে ডুবে যেতে পারেন। ফলে নিজেকে সর্বদা ইতিবাচকভাবে রেখে এগিয়ে চলুন। খুব খারাপ স্বপ্ন এই সময়ে এসে যেতে পারে। ফলে সেই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। নিজের আর্থিক স্থিতির দিকে খেয়াল রাখুন।

বৃশ্চিক

বৃশ্চিক

গ্রহন যোগ এবার বৃষ রাশিতে পড়লেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর খুবই খারাপ প্রভাব পড়তে পারে। এই সময় আপনাদের রাশির জাতক জাতিকারা অনিদ্রা, দুঃস্বপ্ন, নেতিবাচকতা প্রাধান্য, সন্দেহের মতো সমস্যা হতে পারে। এটি এড়ানোর জন্য, তাদের উচিত ভগবান শিবের পূজা করা উচিত। জ্যোতিষ মতে পরামর্শ দেওয়া হচ্ছে, সমস্যা থেকে নিজেকে বাঁচাতে এই সময় শিব মন্ত্র জপ করা ভালো।

চন্দ্রগ্রহণ নিয়ে কোন পরামর্শ দেওয়া হচ্ছে?

চন্দ্রগ্রহণ নিয়ে কোন পরামর্শ দেওয়া হচ্ছে?

উল্লেখ্য, ২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর। সেই সময় রীতিমতো ৪ রাশির জাতক জাতিকাদের একাধিক পরামর্শ দেওয়া হচ্ছে নিজেদের সাবধান রাখতে। জ্যোতিষবিদরা বলছেন, ঝগড়া বিবাদ থেকে যেন এই রাশির জাতক জাতিকারা দূরে থাকেন। এছাড়াও এঁরা যেন নিজেদের শারীরিক অবস্থার দিকে অবশ্যই খেয়াল রাখেন। নয়তো এতে এঁদের জীবনে নানান সমস্যা এসে যেতে পারে।

সূতক কাল কি থাকছে?

সূতক কাল কি থাকছে?

বছরের এই শেষ চন্দ্রগ্রহণ একটি আংশিক চন্দ্রগ্রহণ। একে পেনমব্রাল চন্দ্রগ্রহণও বলা হয়। যেহেতু এই গ্রহণ ভারতে শুধুমাত্র কিছু সময়ের জন্য আসাম এবং অরুণাচল প্রদেশে দৃশ্যমান হবে। অতএব, এই আংশিক চন্দ্রগ্রহণের সময় সূতাক কাল বিবেচনা করা হবে না। তবে ভারতের বাইরে আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চন্দ্রগ্রহণের সময়কাল

চন্দ্রগ্রহণের সময়কাল

১৯ নভেম্বর বেলা ১১ টা ৩৪ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। আর তার সময়কাল শেষ হবে বিকেল ৫ টা ৩৪ মিনিটে। জ্যোতিষবিদরা বলছেন, সূতাকালীন সময়ে খাওয়া, রান্না এবং পূজা করা থেকে বিরত থাকা উচিত। এই সময়ে ঈশ্বরের ধ্যান করুন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Lunar Eclipse 2021: Know its ill effect on various zodiac signs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X