চন্দ্রগ্রহণ ২০২০: নভেম্বরের মহাজগাতিক ঘটনার দিন তারিখ,দিন, ক্ষণ একনজরে
বছর শেষে ফের আরও এক গ্রহণ। এবার বছরের শেষ চন্দ্রগ্রহণ আসন্ন। গত বছরের শেষ গ্রহণের সময় থেকেই বিশ্বে করোনার প্রকোপ ধীরে ধীরে দানা বাঁধতে দেখা যায়। এবার আরও এক গ্রহণ। বছরের শেষ লগ্নে এসে ফের চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) আসন্ন। আর তা নভেম্বর (November) মাসেই। দেখে নেওয়া যাক বছরের শেষ চন্দ্রগ্রহণের তারিখ, দিন, ক্ষণ।

নভেম্বর ২০২০ এর চন্দ্রগ্রহণ
নভেম্বর মাসের ৩০ তারিখ আরও এক চন্দ্রগ্রহণ আসন্ন। এর আগে শেষবার ৫ জুলাই দেখা গিয়েছে চন্দ্রগ্রহণ। যদিও তা বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকা, আফ্রিকার দিকে দেখা গিয়েছিল। তবে এবার প্রশ্ন হচ্ছে, যে ২০২০ সালের এই শেষে চন্দ্রগ্রহণ কি আদৌ ভারত থেকে দেখা যাবে?

২০২০ সালের চন্দ্রগ্রহণ কি ভারতে দেখা যাবে?
২০২০ সালের শেষ চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এই গ্রহণ ইউরোপ থেকে দেখা যাবে স্পষ্ট। এছাড়াও এশিয়ার একাধিক জায়গা থেকে এই গ্রহণকে দেখা যাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পেসিফিক, আটলান্টিক , এবং আর্কটিক থেকে।

৩০ নভেম্বর চন্দ্রগ্রহণের সময় , ক্ষণ
৩০ নভেম্বর ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ১:০২ মিনিট ভারতীয় সময় অনুযায়ী। গ্রহণ সবচেয়ে বেশি মাত্রা পাবে দুপুর ৩:১২ মিনিটে। এরপর গ্রহণ ছাড়বে বিকেল ৫:২৩ মিনিটে। কার্যত ৪ ঘণ্টা ধরে চলবে এই গ্রহণ।

২০২১ সালের চন্দ্রগ্রহণ
২০২১ সালে দুটি বড় চন্দ্রগ্রহণ আসন্ন। একটি তারমধ্যে রয়েছে ২০২১ সালের মে মাসে। প্রসঙ্গত, ২০২০ সালে ৫ জুলাই একটি চন্দ্রগ্রহণ হয়। তার ঠিক একমাসআগে জুনের ৫ তারিখে আরকেটি চন্দ্রগ্রহণ হয়।

এবছর ১ মাসে ৩ টি গ্রহণ!
প্রসঙ্গত, ২০২০ সাল এক মাসে পর পর ৩ টি গ্রহণ দেখেছে। ৩০ দিনের মধ্যে পর পর দুটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ দেখা গিয়েছে জুন ও জুলাই মাসে। তারপর আবার নভেম্বরের ২৯-৩০ তারিখে রয়েছে চন্দ্রগ্রহণ।
