For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ এর জুলাইয়ের চন্দ্রগ্রহণ ঘিরে ১৪৯ বছর আগের কোন ঘটনা উঠে আসছে! কাকতালীয় কাণ্ড ঘিরে চড়ছে জল্পনা

আষাঢ়েরর রাতের পূর্ণিমা, আর সেই রাতেই চাঁদ ঢাকতে চলেছে গ্রহণের গ্রাসে! এমন এক ঘটনা ঘিরে গোটা ভারতেই রয়েছে জল্পনা ও কৌতূহল।

  • |
Google Oneindia Bengali News

আষাঢ়েরর রাতের পূর্ণিমা, আর সেই রাতেই চাঁদ ঢাকতে চলেছে গ্রহণের গ্রাসে! এমন এক ঘটনা ঘিরে গোটা ভারতেই রয়েছে জল্পনা ও কৌতূহল। চন্দ্রগ্রহণ আজ এমন এক দিনে সংগঠিত হতে চলেছে, যে দিনটি হিন্দু শাস্ত্র মতে গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয়। আর এই গুরু পূর্ণিমার রাতে এমন একটি মহাজাগতিক ঘটনা ঘিরে উঠে আসছে অত্যাশ্চর্য একটি দিক।

গুরু পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ

গুরু পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ

একই দিনে গুরু পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। এমন একটা কাকতালীয় ঘটনা এযাবৎকালে দেখা যায়নি। শুধু এযাবৎকাল বললে ভুল হবে, গত ১০০ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটতে দেখ যায়নি। তবে ২০১৯ সালের ১৬-১৭ জুলাইয়ের এই চন্দ্রগ্রহণ এমনই এক কাকতালীয় ঘটনা নিয়ে আসতে চলেছে।

 ১৪৯ বছর পর এক কাকতালীয় ঘটনা!

১৪৯ বছর পর এক কাকতালীয় ঘটনা!

১৬-১৭ জুলাই এর চন্দ্রগ্রহণ ১৪৯ বছর পর ফের একবার সংগঠিত হতে চলেছে গুরুপূর্ণিমার দিন। আর এমন দিনেই আষাঢ় মাসের পূর্ণিমার এই বিশেষ তিথি পড়েছে। জ্যোতিষশাস্ত্র ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নাননা গণনায় মেতে উঠেছে।

গ্রহণের সময়কাল

গ্রহণের সময়কাল

জুলাই মাসের ১৬ থেকে ১৭ তারিখের রাতে ৩ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। ১৬ জুলাই রাত ১:৩০ মিনিট নাগাদ শুরু হবে এই আংশিক চন্দ্রগ্রহণ অন্যদিকে, তা শেষ হবে ১৭ জুলাই ব ভোর রাত ৪:২৯ মিনিট নাগাদ।

[আরও পড়ুন:২০১৯-এর ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কি ! জানুন তারিখ-ক্ষণ-সময়][আরও পড়ুন:২০১৯-এর ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কি ! জানুন তারিখ-ক্ষণ-সময়]

[আরও পড়ুন:১৬ জুলাই ২০১৯ এর চন্দ্রগ্রহণ আপনার জীবনে কোন প্রভাব ফেলবে! জানুন শাস্ত্র মতে][আরও পড়ুন:১৬ জুলাই ২০১৯ এর চন্দ্রগ্রহণ আপনার জীবনে কোন প্রভাব ফেলবে! জানুন শাস্ত্র মতে]

[আরও পড়ুন:১৬ জুলাই ২০১৯ এর চন্দ্রগ্রহণ আপনার ভাগ্য পাল্টে দিতে পারে! সৌভাগ্য পেতে জানুন উপায়][আরও পড়ুন:১৬ জুলাই ২০১৯ এর চন্দ্রগ্রহণ আপনার ভাগ্য পাল্টে দিতে পারে! সৌভাগ্য পেতে জানুন উপায়]

English summary
Lunar Eclipse 2019, Know the special coincidence after 149 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X