For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল লোকসভা ভোটের কোন দফায় কেমন ফল করবে? জ্য়োতিষশাস্ত্রের গণনা যা বলছে

সপ্তদশ লোকসভা নির্বাচনের চারটি দফা পেরিয়ে গিয়েছে। ভোট উত্তাপ ঘিরে সরগরম গোটা দেশ, তথা গোটা রাজ্য। ট্রেনে, বাসে , অফিসে জমজমটা আড্ডায় , এখন একটাই টপিক.. ২০১৯ -এ প্রধানমন্ত্রীর তখতে কাকে দেখা যাবে?

  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচনের চারটি দফা পেরিয়ে গিয়েছে। ভোট উত্তাপ ঘিরে সরগরম গোটা দেশ, তথা গোটা রাজ্য। ট্রেনে, বাসে , অফিসে জমজমটা আড্ডায় , এখন একটাই টপিক.. ২০১৯ -এ প্রধানমন্ত্রীর তখতে কাকে দেখা যাবে? তার সঙ্গে বাঙালির মনেও রয়েছে আরও একটি প্রশ্ন, সপ্তদশ লোকসভা নির্বাচনের পরই দেখা যাবে বাঙালি প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পার্টি তৃণমূল কংগ্রেসের ভাগ্য গণনা কী বলছে? এ সম্পর্কে এক নামী জ্যোতিষ গণনা সাইটে কী উঠে এল দেখে নেওয়া যাক। আজ প্রথম কিস্তি।

কিভাবে গণনা করা হয়েছে ?

কিভাবে গণনা করা হয়েছে ?

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনটি ধরে তার ক্ষণ ধরে চলেছে গণনা। জ্যোতিষবিদের তৃণমূলের কোষ্ঠীতে দেখা যাচ্ছে, রবির ওপর প্রভাব ফেলছে কেতু ও শনি। ফলে তৃণমূলের জন্য বিভিন্ন দফার ভোট গ্রহণে বিভিন্ন রকমের প্রভাব দেখা যাবে।

ভোটগ্রহণের কোন পর্বে কোন ফল?

ভোটগ্রহণের কোন পর্বে কোন ফল?


জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে, ভোট গ্রহণের প্রথম পর্বে , তৃতীয় ও সপ্তম পর্বে তৃণমূলের ফলাফল নেতিবাচক বলে মনে করছেন জ্যোতিষবিদরা। প্রথম দুটি দফার বিশেষ করে ফল আশানুরূপ হবে বলে মনে করছেন না জ্যোতিষশাস্ত্রবিদরা। তবে দ্বিতীয় , চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দফায় ভোট তৃণমূল সুপ্রিমোকে খুশি করতে বাধ্য বলে দাবি শস্ত্রজ্ঞদের।

গণনায় আরও কী উঠে আসছে?

গণনায় আরও কী উঠে আসছে?

জ্যোতিষদের মতে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব বিভিন্ন ভাবে মাটি ফুঁড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এবারের ভোটে সেটাই তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন জ্যোতিষবিদরা।

English summary
Know How Will TMC Perform In 2019 Lok Sabha Election accordig to astrology prediction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X