For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন ফুলগাছ বাড়িতে রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়! জেনে নিন কিছু সহজ বাস্তু টিপস

ঘর সাজাতে কে না ভালোবাসেন! ঘরের মধ্যে ফুলের টব রেখে বা বাগানে সুন্দর করে ফুলের গাছ সাজিয়ে রাখতে অনেকেই পছন্দ করে।

  • |
Google Oneindia Bengali News

ঘর সাজাতে কে না ভালোবাসেন! ঘরের মধ্যে ফুলের টব রেখে বা বাগানে সুন্দর করে ফুলের গাছ সাজিয়ে রাখতে অনেকেই পছন্দ করে। যাঁরা ফ্ল্যাটে সেভাবে বাগান করার সুযোগ পান না, তাঁরা অনেকেই ব্যালকনিতে গাছ সাজিয়ে রাখেন, কিংবা ছাদে ফুলের গাছের যত্ন করেন। বাস্তুশাস্ত্র বলছে বেশ কয়েকটি ফুলগাছ বাড়ির পক্ষে শুভ ফলদায়ক। কোন ধরনের ফুলগাছ বাড়িতে রাখলে তা সৌভাগ্য বৃদ্ধি করে , তা জেনে নিন।

জুঁই ফুলগাছ

জুঁই ফুলগাছ

বাড়িতে জুঁইফুল গাছ রাখা শুভ বলে দাবি অনেক বাস্তুশাস্ত্রবিদের। এই ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুল, আবার শিবেরও পছন্দের ফুল। তাই বাড়িতে এই ফুলগাছ রাখলে, তা ইতিবাচক ভাবনা জাগ্রত করে সদস্যদের মধ্যে। বাড়ি সাজানোর পক্ষেও এই ফুল শুভফলদায়ক।

[আরও পড়ুন:আপনার ' ক্রাশ' আপনাকে ভালোবাসে কী না কী করে বুঝবেন! পন্থা বলে দিচ্ছে এই শাস্ত্র][আরও পড়ুন:আপনার ' ক্রাশ' আপনাকে ভালোবাসে কী না কী করে বুঝবেন! পন্থা বলে দিচ্ছে এই শাস্ত্র]

পিস লিলি

পিস লিলি

পিস লিলি গাছটি বহু বাড়ির বাগান সাজিয়ে তোলে। এই গাছও বাড়িতে রাখতে তা ইতিবাচক ফল দেয়। পরিবারের সদস্যদের মধ্যে কাজের উদ্যম বাড়িয়ে তোলে। ঘরের মধ্যে এই গাছ রাখলে তা ঘরের বাতাসকে আরও শুদ্ধ করে তোলে।

[আরও পড়ুন:ডেটিং -এ 'ফার্স্টক্লাস ট্রিটমেন্ট' পছন্দ করেন কোন ধরনের ব্যক্তিত্বরা! যা বলছে রাশিফল][আরও পড়ুন:ডেটিং -এ 'ফার্স্টক্লাস ট্রিটমেন্ট' পছন্দ করেন কোন ধরনের ব্যক্তিত্বরা! যা বলছে রাশিফল]

টবে গাছ রাখার ধরন

টবে গাছ রাখার ধরন

বাস্তুশাস্ত্র বলছে, রঙ বেরঙের টবে বাড়িতে ফুল সাজিয়ে রাখা গৃহস্থের পক্ষে বেশ শুভফলদায়ক। তবে টবগুলি বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা একদমই উচিত নয়।

ক্যাকটাস

ক্যাকটাস

বিশেষ কিছু ধরনের ক্যাকটাসে ফুল ধরতে দেখা যায়। অনেকেই সেই শৌখিন গাছনকে ঘরে রাখেন। কিন্তু ক্যাকটাসকে ঘরে রাখা একেবারে উচিত নয়। বাস্তুশাস্ত্র বলছে এতে ঘরের সুখ স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়।

বনসাই

বনসাই

বাস্তু ও ফেংশুই দুটি মতেই বাড়িতে বনসাই রাখা উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়। অনেকেই শৌখিন বনসাই ঘরে সাজিয়ে রাখেন। তবে সেগুলি বাড়িতে নতুন সমস্যা ডেকে আনে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

ছোট বাঁশ গাছ

ছোট বাঁশ গাছ

ছোট বাঁশগাছ অনকেই বাড়িতে সাজান। তবে এই গাছ সাজানোর একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। একটি কাঁচের পাত্রে ঠিক ৩ ইঞ্চি জল নিয়ে, তাতে রঙবেরঙের পাথর সাজিয়ে রাখতে হবে। তাহলেই সেই ছোট্ট বাঁশ গাছ বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে।

চম্পা-চামেলি ফুল

চম্পা-চামেলি ফুল

নাগচম্পা বা চামেলি ফুল অনেকেরই বাড়িতে থাকে। এই গাছগুলি বাড়ির বাগানে রাখুন, কোনও ভাবেই ঘরের মধ্যে রাখার পরিকল্পনা করবেন না এই গাছগুলি। এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

English summary
List of Lucky flowers that brings prosperity at home according to vastu shastra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X