For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২ সাল ভালো যাওয়ার জন্য এই টিপসগুলি মেনে চলুন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পুরো বছরটাই ভালো কাটুক

আগামী বছরটিতে প্রতিটি মানুষের জীবনে সুখে ভরে ওঠে

  • |
Google Oneindia Bengali News

নতুন বছর পড়তে হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি। আগামী বছরটিতে প্রতিটি মানুষের জীবনে সুখে ভরে ওঠে। প্রতিটি ঘরে শান্তি ও সুখ বজায় থাকুক। মা লক্ষ্মী আশীর্বাদ করুক সবাইকে। তাই মানুষ ভালো কাজ দিয়ে বছর শুরু করতে চায়। যাতে সারা বছর ভালো কাটে। এজন্য নতুন বছরের প্রথম দিনে তারা পূজা, মন্দিরে যাওয়া, ভালো কিছুদান করে থাকে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এমন কিছু ব্যবস্থার কথাও বলা হয়েছে যেগুলি করলে শুধু আর্থিক সংকটই দূর হবে না, মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর আপনার পরিবারে এবং আপনার ওপর থাকবে। আসুন জেনেনি এই ব্যবস্থাগুলো সম্পর্কে।

২০২২ সাল ভালো যাওয়ার জন্য এই টিপসগুলি মেনে চলুন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পুরো বছরটাই ভালো কাটুক

নতুন বছরে এগুলি আপনারা মেনে চলুন

১) বলা হয় সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মা লক্ষ্মীর বসে থাকা ছবি রাখুন ঘরে রাখুন বা ম্যানিব্যাগে এতে করে আর্থিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যায়।

২) নববর্ষের দিনে একটি পিপল পাতায় একটি স্বস্তিক তৈরি করুন। এটি আপনার পার্সে বা নিরাপদ স্থানে রাখুন। এটা মানলে আপনাদের টাকাও আসবে।

৩) জ্যোতিষশাস্ত্র অনুসারে, নববর্ষের দিন, লাল রঙের কাগজে আপনার ইচ্ছা লিখে মন্দিরে রাখুন। এরপর নিয়মিত ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে পূজা করুন। এটি করলে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে।

৪) নববর্ষের দিন, আপনার পার্সে কিছু চালের দানা রাখুন। এসব ব্যবস্থা গ্রহণের ফলে অর্থের অপ্রয়োজনীয় অপচয় বন্ধ হয়। এই প্রতিকারের সময় খেয়াল রাখবেন ধানের শীষ যেন ভেঙে না যায়।

৫) এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে বাবা-মা বা বাড়ির কোনও বড়দের কাছ থেকে টাকা পাওয়ার জন্য অর্থ ব্যয় করবেন না। এগুলোকে আশীর্বাদ মনে করে পার্সে রাখুন। সম্ভব হলে এই টাকার ওপর জাফরান বা হলুদ মাখিয়ে রাখুন। কথিত আছে যে এটি করলে সর্বদা আশীর্বাদ পাওয়া যায়।

৬) গণেশের পূজা দিয়ে নতুন বছরের প্রথম দিন শুরু করুন। এর জন্য গণেশ মন্দিরে যান। তাদের লাড্ডু নিবেদন করুন এবং গরীবদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এতে করে আপনার অর্থ সংক্রান্ত কাজ শুরু হবে এবং ব্যবসায়ও উন্নতি হবে।

English summary
On New Year's Day, keep some rice grains in your purse. These measures stop unnecessary waste of money.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X