For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২০: ধনদেবীকে তুষ্ট করে কোন কোন উপায়ে সৌভাগ্য তুঙ্গে রাখা যায়

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২০: ধনদেবীকে তুষ্ট করে কোন কোন উপায়ে সৌভাগ্য তুঙ্গে রাখা যায়

  • |
Google Oneindia Bengali News

কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে বাঙালির ঘরে ঘরে শেষ মুহূর্তের বন্দোবস্ত চলছে। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তার আগে এদিন ধনলক্ষ্মীকে সন্তুষ্ট করতে একাধিক পন্থা অবলম্বন করছেন বাঙালিরা। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পদক্ষেপ নিলে ধনদেবীর আশির্বাদ তুঙ্গে রেখে তাঁর কৃপা পাওয়া যায়।

 ঘরে লক্ষ্মী বিরাজ করবেন, যদি...

ঘরে লক্ষ্মী বিরাজ করবেন, যদি...

কথিত রয়েছে দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মীর অপর রূপ । বাড়িতে যদি দক্ষিণাবর্ত শঙ্খ থাকে, তাহলে তাকে রুপোর পাত্রে রাখুন। এই শঙ্খের উপস্থিতিতে ধনদেবীর আশির্বাদ তুঙ্গে থাকে।

 আল্পনা

আল্পনা

মায়ের পুজোর জন্য যে আল্পনা আঁকা হবে ঘরে , তা যেন মোহর , মুদ্রা ও অবশ্যই লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে আঁকা হয়। এই তিনটি চিহ্ন গৃহস্থ ঘরের পক্ষে অত্যন্ত শুভ বলে জানা যায়।

তুলসী পুজো

তুলসী পুজো

এণন দিনে ঘরে তুলসী গাছ থাকলে, তাকে পুজো করুন। তুলসী গাছে পুজোর দিন সন্ধ্যে বেলা সান্ধ্যপ্রদীপ ও ধূপ , ধুলো দেখালে ঘরে লক্ষ্মী বিরাজ করে।

 পায়েস রান্না

পায়েস রান্না

লক্ষ্মীর ভোগে অবশ্য়ই রাখুন পায়েস। সৌভাগ্য এ সৌন্দর্যের দেবী লক্ষ্মীকে গোবিন্দভোগ চালের পায়েস দিলে তিনি সন্তুষ্ট হন বলে কথিত রয়েছে। লক্ষ্মীর ভগে পায়েস থাকলে , তা অত্যন্ত কার্যকরী ফল দেয় গৃহস্থের সুখের জন্য।

কোজাগরী লক্ষ্মীপুজোর কিছু নিয়ম যা সংসারে অর্থ, সমৃদ্ধি এনে দেয় কোজাগরী লক্ষ্মীপুজোর কিছু নিয়ম যা সংসারে অর্থ, সমৃদ্ধি এনে দেয়

English summary
Kojagori Laxmi Puja 2020, astrological tips to get her blessings and good luck
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X