For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির সিঁড়ির দিশা ঠিক আছে তো? রাহু'র চোখ রাঙানিতে কিন্তু ছারখার হতে পারে জীবন

কুন্ডুলিতে যদি কোনও গ্রহের অশুভ স্থিতি থাকে তাহলে তা জীবনে দুঃখ এবং সমস্যার কারণ হয়ে ওঠে। তবে শনি এবং রাহু-কেতুর অশুভ প্রভাব জীবন শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ট। আর তাই বৈদিক জ্যোতিষ হিসাবে এই সমস্ত গ্রহের শান্তির উপায় দ্রু

  • |
Google Oneindia Bengali News

কুন্ডুলিতে যদি কোনও গ্রহের অশুভ স্থিতি থাকে তাহলে তা জীবনে দুঃখ এবং সমস্যার কারণ হয়ে ওঠে। তবে শনি এবং রাহু-কেতুর অশুভ প্রভাব জীবন শেষ করে দেওয়ার জন্যে যথেষ্ট। আর তাই বৈদিক জ্যোতিষ হিসাবে এই সমস্ত গ্রহের শান্তির উপায় দ্রুত বের করার প্রয়োজন আছে।

যদি কুন্ডুলিতে রাহু অশুভ হয় তাহলে এর প্রভাব জীবনে স্পষ্ট ভাবে পড়তে দেখা যায়। জীবনে খারাপ রাহুর প্রভাব এবং তা থেকে মুক্তি পাওয়ার উপায় এই প্রতিবেদনে আলোচনা করা হল-

এক নজরে খারাপ রাহু'র লক্ষ্মণ-

এক নজরে খারাপ রাহু'র লক্ষ্মণ-

যদি বাড়ির সিঁড়ি ভুল দিশাতে তৈরি হয় কিংবা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকে তাহলে রাহুর দোষ তৈরি হয়। আর এর প্রভাব পড়ে

যদি কুন্ডুলিতে রাহু অশুভ হয়ে থাকে তাহলে ওই জাতক নেশার মধ্যে ক্রমশ ডুবে যান।
রাহুর ভয়ঙ্কর প্রভাবে কারণে জাতক কথায় কথায় চিৎকার করতে থাকে। এমনকি ভবিষ্যৎের ব্যাপারে ক্রমশ উদাসীন হয়ে পড়েন।

ঘরের মধ্যে বাথরুম-টয়লেট নোংরা করে রাখা, কিংবা ভাঙা অবস্থাতেই ব্যবহার রাহুর সমস্যা হতে পারে। আর সেই কারণে এই ক্ষেত্রে সাবধানের কথা বলা হচ্ছে।

যদি কোনও ব্যক্তি কালা জাদু বা এই ধরণের মধ্যে পড়ে যান তাহলে তাঁর রাহু ভয়ঙ্কর প্রভাব ফেলে জীবনে।

দিনের পর দিন রাতের ঘুম না আসা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা রাহু'র সমস্যা দেখা দিতে পারে।
জল, আগুন কিংবা উঁচু থেকে ভয় পান? এমনকি বারবার অসুস্থ হয়ে পড়া, চিন্তাও কিন্তু রাহু'র ভয়ঙ্কর প্রভাবে হতে পারে।

রাহু'র কোমজোরের কারণে জীবনে দুর্ঘটনা ঘটতে পারে।

রাহুর হাত থেকে বাঁচবেন কীভাবে?

রাহুর হাত থেকে বাঁচবেন কীভাবে?

যদি কুন্ডুলিতে রাহুর দোষ থাকে তাহলে অবশ্যই প্রতি শনিবার ব্রত রাখতে হবে। প্রত্যেকদিন ঘরের মন্দিরেই রাহু যন্ত্র স্থাপনা করে রোজ সেটির বিধি মেনে পুজো করতে হবে। আর তাতে পরিবর্তন স্পষ্ট হবে। রাহুর শান্তির জন্যে বীজমন্ত্র জপ করতে হবে। আর তা ১৮০০ বার করতে হবে। এছাড়াও আরও ভাবে রাহুর দোষ কাটানো সম্ভব। আর সেজন্যে কোনও জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

রাহু তার ঘর পরিবর্তন করছে

রাহু তার ঘর পরিবর্তন করছে

রাহু পরিবর্তন করতে চলেছে। ১৮ বছর পর রাহু মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে ১২ এপ্রিল ১১ টা ১৮ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাহু কিন্তু সর্বদা বিপরীতমুখী গ্রহ। রাহু পরিবর্তনের ফলে অনেক অশুভ প্রভাব পরতে পারে। বিশেষ করে কয়েকটি রশির উপর তা পড়বে বলেই আশঙ্কা।

English summary
Know the sign of rahu dosh and remedies from that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X