For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বদের চরিত্র কেমন হয়! জানাচ্ছে সংখ্যাতত্ত্ব

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন।

  • |
Google Oneindia Bengali News

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৮ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯টি সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

কারা থাকছেন ৮ সংখ্যার আওতায়?

কারা থাকছেন ৮ সংখ্যার আওতায়?

যাঁদের জন্ম যেকোনও মাসের ০৮, ১৭,২৬ তারিখে তাঁরা ৮ সংখ্যার আওতার মধ্য়ে পড়েন। কারণ , সংখ্যায় থাকা দুটি অঙ্কের যোগফল এক্ষেত্রে ৮ হচ্ছে। ফলে যাঁরা এই তারিখে জন্মান তাঁরাই ৮ সংখ্যার আওতায় পড়েন।

[আরও পড়ুন:জন্ম তারিখ যাঁদের ৭,তাঁদের কেরিয়ার চমকপ্রদ হয়! জানুন এঁদের চারিত্রিক বৈশিষ্ট][আরও পড়ুন:জন্ম তারিখ যাঁদের ৭,তাঁদের কেরিয়ার চমকপ্রদ হয়! জানুন এঁদের চারিত্রিক বৈশিষ্ট]

 কেমন হন এই ৮ সংখ্যার মানুষরা?

কেমন হন এই ৮ সংখ্যার মানুষরা?

৮ সংখ্যার ব্যক্তিত্বরা বেশ আকর্ষণীয় চরিত্রের হন। চরিত্রগত দিক থেকে এই ধরনের ব্যক্তিত্বরা বেশ বিশ্বাসযোগ্য হন। এঁদের জন্য় অভিজাত্য,বিলাসিতা বেশি গুরুত্ব পায়। জীবনধারায় আভিজাত্য বজায় রাখতে এঁরা আয়ের থেকে বেশি ব্যয় করে ফেনে অনেক সময়। বহু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগেন এঁরা।

চরিত্রগতভাবে এঁরা কেমন?

চরিত্রগতভাবে এঁরা কেমন?

আর্থিক উন্নতি বা অর্থ চিন্তা বিষয়ক কিছুতে এঁরা সবসময়ে মগ্ন থাকেন। নিজের লক্ষ্য়ে পৌঁছতে এঁরা খুবই কর্মঠ হয়ে ওঠেন। তবে এঁদের পছন্দ-অপছন্দ সমস্ত কিছুটাই নির্ভর করে অর্থ ও প্রতিপত্তির ওপর। এমন দাবি করছেন বহু সংখ্যাতত্ত্ববিদ।

কেরিয়ার

কেরিয়ার

রাজনীতি হোক বা ব্যবসা এঁদের তুখোর বুদ্ধিতে এঁরা সমস্ত ক্ষেত্রেই দাপটের সঙ্গে কর্মজীবন চালিয়ে নিয়ে যেতে পারেন. এঁরা বেশ পরিশ্রমী হওয়ায় যেকোনও কাজের ক্ষেত্রে এঁরা সফল হন। বিজনেস ম্যানেজার থেকে কর্মক্ষেত্রে নেতা হওয়ার যোগ্যতা এঁদের থাকে।

প্রেমজীবন

প্রেমজীবন

প্রেমজীবনের ক্ষেত্রে এঁরা সম্পর্কে আবদ্ধ হলেও কার্যত স্বাধীন থাকতে চান। সম্পর্কে উপযুক্ত কদর পেলে এঁরা সঙ্গীর প্রতি আরও বেশি যত্নবান হয়ে ওঠেন। তবে এঁরা সাধারণত নিজের ভালোবাসা কাউকে দেখাতে পারেন না। সঙ্গীর থেকে একটু আঘাত পেলেই এঁরা মুষড়ে পড়েন।

বিয়ে ভাগ্য

বিয়ে ভাগ্য

বিয়ের ক্ষেত্রে ৮ সংখ্যার ব্যক্তিত্বদের ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি থাকে। এঁদের বিয়ের ক্ষেত্রে কুষ্ঠি বিচার আবশ্যিক বলে দাবি সংখ্যাতত্ত্ববিদদের। ৮ সংখ্যার ব্যক্তিত্বদের সঙ্গে ৪ সংখ্যা ও ২ ও ৬ সংখ্যার ব্যক্তিত্বদের মিল হওয়ার সম্ভাবনা থাকে।

English summary
Know the personality of the person who born on 8th of the month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X