কারা বেশি সদয়, কাদের দয়া–মায়া কম, এগিয়ে রয়েছে কোন রাশির জাতকরা দেখে নিন
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশি মানুষের বৈশিষ্ট্য বলে। রাশি অনুযায়ী বোঝা যায় কে কেমন প্রকৃতির মানুষ। অনেক রাশির জাতক খুব রাগী হন আবার কেউ কেউ খুব দয়ালু হন আবার কারোর মধ্যে দয়া–মায়ার লেশটুকুও থাকে না। আসুন এক নজরে জেনে নিন কোন রাশির জাতক কতটা দয়ালু হন।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা খুবই দয়ালু হন এবং তাঁরা অন্যদের সঙ্গে ভালোভাবে কথা বলেন। তাঁরা কাউকে দুখী দেখতে পারেন না।

মীন রাশি
মীন রাশির জাতকরা খুবই স্পর্শকাতর হন এবং খুব কঠিন সময়ে তাঁরা অন্যের প্রতি অবিশ্বাস্য দয়া দেখান।

বৃষ রাশি
বৃষ রাশিরা প্রথমে অন্যের কথা ভাবেন এবং তাঁদের জীবনে স্বাচ্ছন্দ্য আনাই বৃ্য রাশিদের লক্ষ্য হয়। এঁরা নিজেদের ভালো-মন্দ ভুলে অন্যকে সাহায্য করেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা খুবই দয়ালু প্রকৃতির হন এবং অন্যদের জন্য তাঁরা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ান।

কুম্ভ রাশি
কুম্ভ রাশিরা একটু কম কথা বলেন এবং মেলামেশাও কম করেন ঠিকই কিন্তু তাঁরা বাস্তবে খুবই দয়ালু হৃদয়ের হয়ে থাকেন

ধনু রাশি
ধনু রাশিদের মধ্যে সর্বদাই ইতিবাচকতা কাজ করে এবং তাঁরা অন্যকে সাহায্য করতে সবসময় এগিয়ে যান।

মিথুন রাশি
মিথুন রাশির মানুষ সাহায্য করে ও দয়ালু প্রকৃতির হলেও তাঁরা যাঁদেরকে পছন্দ করেন না তাঁদের জন্য মিথুন রাশি কিছুই করবেন না।

কর্কট রাশি
কর্কটরা সাধারণত দয়ালু হলেও এঁরা খুব মেজাজী হন, এঁদের মেজাজের ওপর নির্ভর করে কাউকে সহায়তা করা

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিছু ভালো জিনিস লুকানো থাকলেও তাঁরা একদমই অন্যদের প্রতি দয়ালু বা সহানুভূতিশীল হন না।

কন্যা রাশি
কন্যা রাশিদের স্বভাব একেবারেই ভালো নয়। তাঁরা অন্যকে সাহায্য করতে কখনও এগিয়ে আসেন না। এঁদের ব্যবহারও খুব খারাপ।

মেষ রাশি
মেষ রাশিদের মেজাজের উপর নির্ভর করে তারা ক্ষুব্ধ, অভদ্র এবং স্বার্থপর হবে কিতি। না অন্যদের প্রতি।

মকর রাশি
মকর রাশিরা শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ভাবেন, অন্যকে সাহায্য করা, অন্যের প্রতি দয়া দেখানো তাঁদের আচরণে নেই
রাহুর অবস্থান পরিবর্তনের ফলে রাতারাতি বদলে যাবে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য