For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌভাগ্য ফেরাতে ৭ সংখ্যায় জন্মানো ব্যক্তিত্বদের কয়েকটি টিপস

সুখে বাঁচতে কে না ভালোবাসেন! তবে বহু সময়ে দেখা যায়, যে সুখ বহুবার চেয়েও ঠিক মিলছে না। কঠিন পরিশ্রমের পরেও মিলছে না কাম্য বস্তু। সেক্ষেত্রে সৌভাগ্য ফেরাতে সকলেই আগ্রহী হন।

  • |
Google Oneindia Bengali News

সুখে বাঁচতে কে না ভালোবাসেন! তবে বহু সময়ে দেখা যায়, যে সুখ বহুবার চেয়েও ঠিক মিলছে না। কঠিন পরিশ্রমের পরেও মিলছে না কাম্য বস্তু। সেক্ষেত্রে সৌভাগ্য ফেরাতে সকলেই আগ্রহী হন। জ্য়োতিষ শাস্ত্র বলছে সৌভাগ্য ফেরানোর একটি পন্থা হল ব্যক্তিতর জন্ম তারিখ জেনে , সেই অনুযায়ী পয়মন্তর জিনিসগুলি ব্যবহার করা। জন্মতারিখ অনুযায়ী বিবিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের পয়মন্তর জিনিস থাকে।

জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে, যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪। দেখে নেওয়া যাক ৭ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের পয়মন্তর কয়েকটি বিষয়।

৭ সংখ্যার আওতায় কারা থাকেন?

৭ সংখ্যার আওতায় কারা থাকেন?

যাঁদের জন্ম মাসের ০৭,১৬, ২৫ তারিখে , তাঁরা ৭ সংখ্যার ব্যক্তিত্বদের আওতায় পড়েন। এই সমস্ত ব্যক্তিত্বরা সুন্দরের পূজারী হন! এংরা প্রচন্ড কর্মঠ মানুষ হন।

ব্যবসার জন্য পয়মন্তর দিন

ব্যবসার জন্য পয়মন্তর দিন

যেকোনও মাসের ২, ৩,৭ , ৬ তারিখগুলি এঁদের পক্ষে ব্যবসায়িক দিক থেকে ভালো। যেকোনও মাসের এই দিনগুলিতে এঁরা কর্মজীবনের যেকোনও শুভ জিনিসে হাত দিলে তা কার্যকরী ফল দেবে।

[আরও পড়ুন:সৌভাগ্য ফেরাতে ৬ সংখ্যায় জন্মানো ব্যক্তিদের জন্য কিছু টিপস]

বিয়ের জন্য পয়মন্তর দিন

বিয়ের জন্য পয়মন্তর দিন

বিয়ের জন্য এঁদের পয়মন্তর দিন ২,৩,৬,৭। এই দিনগুলি ব্যবসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্যও পয়মন্তর দিন। এই দিনে যেকোনও কাজ করলে তা শুভ পরিণাম দিতে পারে।

[আরও পড়ুন:৫ তারিখে জন্মগ্রহণকারীদের 'পয়া' দিন ও মাস কোনগুলি! সৌভাগ্য ফেরাতে কিছু টিপস]

পয়া ধাতু

পয়া ধাতু

এঁদের জন্য পয়া ধাতু লোহা। প্রতিটি সপ্তাহের সোমবার হল এঁদের পয়মন্তর দিন। সোমবার দিন যেকোনও কাজ করলে, এঁরা শুভ ফল পেতে পারেন। তবে যেকোনও কাদের ক্ষেত্রে ২৫ সংখ্যাটি এঁদের পক্ষে পয়া।

পয়া মাস

পয়া মাস

৭ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের জন্য পয়া মাস হল অগাস্ট ও মে মাস। সাদা রঙ হল এঁদের পয়মন্তর রঙ। এই রঙের পোশাক পরে বা এই রঙের কিছু সঙ্গে নিয়ে এঁরা যেকোনও কাজে গেলে, তা শুভফল দায়ক হবে।

 পয়া দিক

পয়া দিক

এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বদের পয়া দিক হল উত্তর পশ্চিম দিক। এই দিক সংক্রান্ত বাড়ি বা অফিস থাকলে , তা ৭ সংখ্যায় জন্মগ্রহণকারীদের পক্ষে শুভ।

English summary
Here is the lucky colour and things for people born on 7th of a month.Lucky colour and date for 7 th born people.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X