ধনতেরস ২০১৮: সোনা কেনার সঠিক সময় জেনে নিন! জেনে নিন শুভ সময়
উৎসবের মরশুম ঘিরে গোটা দেশেই সাজো সাজো রব। দুর্গাপুজোর পর এবার কালীপুজো-দীপাবলি ঘিরে ক্রমেই সেজে উঠছে দেশ। আগামী সপ্তাহেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে দেশের প্রতিটি কোণ। এদেশের বিভিন্ন জায়গায় দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত হবে বিশেষ লক্ষ্মীপুজোর। আর সেই পুজোর অঙ্গ হিসাবে পালিত হবে ধনতেরসও। ধনতেরসের দিন বিভিন্ন ধাতুর সামগ্রী কেনবার রীতি এদেশে প্রচলিত। এই ধনতেরস ঘিরে কয়েকটি তথ্য দেখে নেওয়া যাত।

ধনতেরস কবে?
আগামী ৫ নভেম্বর পালিত হতে চলেছে ধনতেরস। শাস্ত্র মতে মনে করা হয়, এমন দিনে সোনা, রূপা কেনাকাটা করলে তা পরিবারে সুখ , শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরসের দিন কেনাকাটার শুভ মুহূর্ত
৫ নভেম্বর ধনতেরসের দিন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়কাল। এরপর আবার সন্ধ্যে ৭ টা ৩০ মিনিট থেকে ৯ টা পর্যন্ত থাকবে এই সময়কাল।

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?
কথিত রয়েছে, রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। আর সেই ঘটনা ঘটে ধনতেরসের দিনই। সেই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে।

ধনতেরসের পুজোর সময়
এই বছর ধনতেরসের পুজোর মুহূর্ত হল ৫ নভেম্বর সন্ধ্যে ৬:০৫ থেকে রাত ৮:০১ পর্যন্ত। ১ ঘণ্টা ৫৫ মিনিট ধরে থাকবে এই মুহূর্ত। ত্রয়োদশীর তিথি শুরু হবে ৫ নভেম্বর রাত ১টা ২৪ মিনিট থেকে চলবে রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত।