For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ তারিখে জন্মগ্রহণকারীদের চরিত্র কেমন হয়! জানাচ্ছে সংখ্যাতত্ত্ব

৯ তারিখে জন্মগ্রহণকারীদের চরিত্র কেমন হয়! জানাচ্ছে রাশিফল

  • |
Google Oneindia Bengali News

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

[আরও পড়ুন:৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বদের চরিত্র কেমন হয়! জানাচ্ছে সংখ্যাতত্ত্ব][আরও পড়ুন:৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিত্বদের চরিত্র কেমন হয়! জানাচ্ছে সংখ্যাতত্ত্ব]

আজ আলোচনা করা হচ্ছে ৯ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এর আগে ১ থেকে ৮ সংখ্য়ার ব্যক্তিত্বদের চরিত্র ও প্রেমভাগ্য নিয়ে আলোচনা করা হয়েছে।

কারা রয়েছেন ৯ সংখ্যার ব্যক্তিত্বদের আওতায়

কারা রয়েছেন ৯ সংখ্যার ব্যক্তিত্বদের আওতায়

৯ সংখ্ র আওতায় তাঁরাই থাকেন, যাঁরা একটি মাসের ০৯, ১৮, ২৭ তারিখে জন্মেছেন। কারণ দুটি অঙ্কের যোগফল সেক্ষেত্রে ৯ হয়। আর এই ৯ সংখ্যার ব্যক্তিত্বদের বিশেষ কিছু চরিত্রগত বৈশিষ্ট হয়।

 কেমন চরিত্রের মানুষ হন এঁরা

কেমন চরিত্রের মানুষ হন এঁরা

এঁরা অনন্যসাধারণ ব্যক্তিত্ব। ৯ সংখ্যায় যাঁরা জন্মগ্রহণ করেন তাঁরা জন্মগত নেতা হন। এঁরা অন্য় সকলের যত্ন, খেয়ার রাখতে প্রস্তুত। নিজের চাহিদা এঁরা কখনও মুখ ফুটে বলেন না। খুবই মায়ার শরীর এঁদের! সকলের উন্নতির জন্য় এংরা প্রাণপাত করেন।

কেমন ব্যক্তিত্ব হয় এঁদের

কেমন ব্যক্তিত্ব হয় এঁদের

এঁদের ব্যক্তিত্বের ক্ষেত্রে বলা যায়, এঁরা খুবই বাস্তববাদী। তবে টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রে এঁরা এক্কেবারে সুবিধা করতে পারেন না। বেশি কাজের দায়ত্ব নিয়ে এঁরা এগিয়ে য়েতে গেলে অনেক সময়েই সমস্য়ায় পড়েন। অভিভাবকের থেকে এঁরা অনেক সময়েই তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন।

কেরিয়ার

কেরিয়ার

৯ সংখ্যার ব্য়ক্তিত্বরা সামাজাকি উন্নয়ন সংক্রান্ত কোনও কাজে যোগ দিলে সাফল্য পাবেন। বিচার ব্যবস্থা, কূটনীতি, আর্কিওলজি, অ্যান্থ্রোপোলজি সংক্রান্ত যেকোনও পেশা এঁদের পক্ষে ভালো। এছাড়াও শিল্পকীর্তির ক্ষেত্রে এঁদের দক্ষতা তরমে।

প্রেমজীবন

প্রেমজীবন

এঁদের মধ্যে আগ্রাসন প্রচণ্ড। এঁরা হচ্ছেন খুবই আবেগপ্রবণ ব্যক্তিত্ব। তাই প্রেমের ক্ষএত্রে এঁদের বুঝে চলাই ভালো। কোনওভাবেই এঁদের আবেগে আঘাত দিয়ে কিছু করা উচিত হবে না। তবে এঁরা প্রেমে পড়লে সঙ্গীকে ভালোবাসায় ভরিয়ে দেন।

বিয়ে

বিয়ে

এই ব্যক্তিত্বদের প্রেম যেমন আবেগপ্রবণ ভাবনায় ভরে থাকে, এঁরা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও তেমনই। বিয়ের আগে যতই এঁদের জীবনে টালবাহানা থাকুক না কেন, বিয়ের পর এঁরা সম্পর্কের বিষয়ে বেশ গুরুত্ব দেন। এঁদের বিয়ের ক্ষেত্রে ২ সংখ্যার ব্যক্তিত্ব উপযুক্ত। এছাড়াও ৩, ৬ ,৯ সংখ্যার ব্যক্তিত্বরাও এঁদের সঙ্গে বেশ ভালো সামঞ্জস্য রেখে বৈবাহিক জীবন এগিয়ে নিয়ে যেতে পারেন।

English summary
Know the characteristics of 9th born people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X