For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাখী উৎসবে ভদ্রকালের ছায়া, কখন শুভ মুহূর্ত, তিথি সব জানুন এক নজরে

Google Oneindia Bengali News

শ্রাবণ মাসের শেষ তিথি অর্থাৎ শ্রাবণের শুক্ল পূর্ণিমায় রাখী বন্ধন পালন করা হয়। রাখী বন্ধনের পর্ব সর্বদা অগাস্ট মাসেই হয়। এই বছরেও রাখী বন্ধন উৎসব ১১ অগাস্টে পালন করা হবে। যদিও পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর শ্রাবণ পূর্ণিমা তিথি ১১ অগাস্ট সকাল ১০টা বেজে ৩৮ মিনিটে শুরু হয়ে ১২ অগাস্ট সকাল ৭টা ০৫ মিনিট পর্যন্ত থাকবে।

ভাই–বোনের উৎসব

ভাই–বোনের উৎসব

রাখী বন্ধন উৎসব ভাই-বোনের অটুট প্রেমের প্রতীক বলে মানা হয়ে থাকে। এই উৎসবে বোনেরা তাঁর ভাইদের হাতে রাখী পরায় এবং তার দীর্ঘায়ু কামনা করে। ভাই বা দাদারাও তার বোনেদের সর্বদা রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

রাখী বন্ধনের ওপর থাকবে ভদ্রের ছায়া

রাখী বন্ধনের ওপর থাকবে ভদ্রের ছায়া

জ্যোতিষীদের গণনা অনুসারে এই বছর রাখী বন্ধনের ওপর ভদ্রের ছায়া থাকবে। জ্যোতিষ মত, ভদ্রকালে রাখী বাধা অশুভ বলে মনে করা হয়। এই সময় তাই ভাই-বোনদের রাখী পরানো ও পরার সময় শুভ মুহূর্তের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

রাখী বন্ধন উৎসবের শুভ মুহূর্ত

রাখী বন্ধন উৎসবের শুভ মুহূর্ত

রাখী বন্ধন তিথি:‌ ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
পূর্ণিমা তিথি শুরু:‌ ১১ অগাস্ট সকাল ১০টা ৩৮ মিনিট থেকে
পূর্ণিমা তিথি সমাপ্ত:‌ ১২ অগাস্ট সকাল ৭টা ৫ মিনিটে।
শুভ মুহূর্ত:‌ ১১ অগাস্ট সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৪ মিনিট পর্যন্ত
অভিজিৎ মুহূর্ত:‌ দুপুর ১২টা ৬ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত
অমৃত কাল:‌ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত
ব্রহ্ম মুহূর্ত:‌ সকাল ৪টে ২৯ মিনিট থেকে ৫টা ১৭ মিনিট পর্যন্ত।

রাখী উৎসবে ভদ্রকালের সময়

রাখী উৎসবে ভদ্রকালের সময়

রাখী উৎসবে ভদ্রকালের সমাপ্তি:‌ রাত ৮টা ৫১ মিনিটে
রাখী উৎসবে ভদ্র পুনশ্চঃ:‌ ১১ অগাস্ট সন্ধ্যা ৫টা ১৭ মিনিট থেকে ৬টা ১৮ মিনিট পর্যন্ত
রাখী উৎসবে ভদ্রের মুখ:‌ সন্ধ্যা ৬টা বেজে ১৮ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

বক্র শনির গোচরে সৃষ্ট বিশেষ যোগ এই রাশিদের জাতকদের বদল করবে আর্থিক পরিস্থিতি বক্র শনির গোচরে সৃষ্ট বিশেষ যোগ এই রাশিদের জাতকদের বদল করবে আর্থিক পরিস্থিতি

English summary
When is the Rakhi bandhan festival this year, know all the auspicious times and tithi at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X