প্রেমিকার গোপন মানসিকতা কেমন! জেনে নিন কিছু সহজ উপায়ে
সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তার আগে অনেকেই ভাবছেন মনের কথা সেই বিশেষ মানুষটিকে বলে ফেলবেন। পছন্দের মানুষটির হাত ধরে প্রেমের আবেশে অনেক দূরে এগিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। তার আগে জেনেনিন যাঁকে পছন্দ করেছেন , বা যাঁকে মনের কথা বলবেন ভাবছেন, সেই রূপসীর মনে কী রয়েছে?...
সমুদ্র শাস্ত্র বলছে প্রেমিকার কয়েকটি লক্ষণেই চিনতে পেরে যাবেন তাঁর মনে কী রয়েছে।

ছোটখাটো চেহারা
হালকা গড়নের বা একটু বেঁটে হড়নের চেহারা হলে সেই মহিলার একটু পিছিয়ে পড়ার প্রবণতা থাকে। সম্পর্কে জটিলতা থাকলে তাঁরা পিছিয়ে পড়ার দিকে প্রবৃত্ত হন। ফলে সেদিক থেকে সাবধান।

মুখের আকার
মুখের আকার যদি গোলাকার হয় তাহলে এঁরা ঝামেলার থেকে বন্ধুত্বকেই বেশি গুরুত্ব দেন। ঝুট ঝামেলা বা ঝগড়া এঁরা এক্কেবারেই পছন্দ করেননা। অন্যদিকে মুখের গড়ন চৌকো হলে অসম্ভব বাস্তব বুদ্ধি ও দৃঢ়চেতা হন এঁরা।

মোটাসোটা গড়নের
মোটাসোটা গড়নের মহিলারা একটু শান্ত স্বভাবের হন। অল্প সময়েই এঁরা ভাব জমাতে পারেন। মজা ,হাসি, ঠাট্টায় এঁরা যেকারোর মনে জায়গা করে নিতে পারেন। ফলে এঁদের সঙ্গে প্রেম জীবন কাটানো অনেক সহজ।

খর্বকায় চেহারা
একটু ছোটখাটো অথচ সুঠাম চেহারা যেসমস্ত মহিলাদের এঁরা একবার রেগে গেলে আর রক্ষা নেই!ঔ তাই এঁদের সঙ্গে বুঝে সুঝে কথা বলতে হয়। এর সঙ্গে যদি মাথার আকার এঁদের ছোট্ট হয়, তাহলে তাঁরা বর্তমানে কী চলছে তা নিয়ে মাথা ঘামাবেন না , এমনই দাবি শাস্ত্রজ্ঞদের।

লম্বাটে গড়ন
কারও যদি মুখ ছোট অথচ মাথা লম্বাটে হয় ,তাহলে জানবেন তিনি ততটা আমুদে নন। সব ব্যাপারে খুঁতখুঁতে আর খারাপটাই আগে ভাবে।অন্য়দিকে যদি কারোর মাথা লম্বা হয়ে থাকে, তবে সে অতিরিক্ত বুদ্ধি ধরে। এঁদের সহজে কাবু করা যায় না।