For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার জন্য কোন দিন 'পয়া', কোন তারিখ আপনার পক্ষে 'শুভ' , জানুন সহজ এই উপায়ে

ভগ্যাঙ্কের বিচারেই জানতে পারবেন আপনার পয়মন্তর বা শুভ ফলদায়ক দিন কোনটি।

  • |
Google Oneindia Bengali News

অনেকেই মনে করেন যে তাঁদের পয়া সংখ্যা তাঁদের জন্মদিনের হিসাবে হয়। কিন্তু নিউমেরোলজি বা জ্যোতিষ সংখ্যাতত্ত্বের হিসাব তা বলছে না। এক সহজ পদ্ধতিতে জানা যায় কোনটি আপনার ভালো দিন আর কোন তারিখে গুরুত্বপূর্ণ কাজকর্ম করলে তা শুভ ফল দেবে।

[আরও পড়ুন:গোপনে আপনার সম্পর্কে কে কী ভাবেন ঝটপট জেনে নিন এই সহজ ছকের মাধ্যমে][আরও পড়ুন:গোপনে আপনার সম্পর্কে কে কী ভাবেন ঝটপট জেনে নিন এই সহজ ছকের মাধ্যমে]

তবে এর জন্য চাই একটি সহজ অঙ্কের হিসাব। নিজের জন্মতারিখ নিয়ে এই হিসাব কষলেই বেড়িয়ে পড়বে আপনার ভগ্যাঙ্ক।

ধরুন আপনার জন্মদিন ১৯৮৪ সালের ১৭ অক্টোবর। তাহলে আপনাকে আপনার ভগ্যাঙ্ক জানতে হল এই সংখ্যাগুলিকে ভাঙতে হবে এভাবে,
১৭-১০-১৯৮৪। এরপর এই প্রতিটি সংখ্যাকে আলাদা আলাদা করে ভেঙে যোগ করতে হবে। বিষয়টি খানিকটা এরকম---১+৭=৮, ১+০=১, ১+৯+৮+৪=২২, এই ২২ সংখ্যাটির ২+২=৪ হচ্ছে।
এরপর 8+1+4=১৩, ১৩ এর ১+৩=৪
এখানে ভগ্যাঙ্কা ৪। তার মানে এই জন্মতারিখের অধিকারী ব্যাক্তির ভাগ্যাঙ্ক ৪।

[আরও পড়ুন:ধনসম্পত্তি, সাফল্য পেতে বাড়ি থেকে বেরোবার আগে করুন এই সহজ কাজগুলি][আরও পড়ুন:ধনসম্পত্তি, সাফল্য পেতে বাড়ি থেকে বেরোবার আগে করুন এই সহজ কাজগুলি]

এবার এই ভাবে আপনিও আপনার জন্মতারিখ ভেঙে যোগ করে যোগফল বার করে ফেলুন। আর জেনে নিন ভাগ্যাঙ্ক। কার সেই ভগ্যাঙ্কের বিচারেই জানতে পারবেন আপনার পয়মন্তর বা শুভ ফলদায়ক দিন কোনটি।

[আরও পড়ুন:কোন ধরনের 'গন্ধে' আপনার সঙ্গী ঘনিষ্ঠতায় আকৃষ্ট হবেন জানুন এই উপায়ে][আরও পড়ুন:কোন ধরনের 'গন্ধে' আপনার সঙ্গী ঘনিষ্ঠতায় আকৃষ্ট হবেন জানুন এই উপায়ে]

ভগ্যাঙ্ক ১

ভগ্যাঙ্ক ১

এঁদের শুভদিন রবিবার ও বৃহস্পতিবার। শুভ তারিখ-১,১০,১৯,২৮
অশুভ তারিখ-২,৯,১১,১৩

ভাগ্যাঙ্ক ২

ভাগ্যাঙ্ক ২

এঁদের শুভদিন সোমবার ও বুধবার।
শুভ তারিখ-৩,৬,৯,১২,১৫
অশুভ তারিখ-১,৮,১৪

ভগ্যাঙ্ক ৩

ভগ্যাঙ্ক ৩

এঁদের শুভদিন মঙ্গলবার ও শুক্রবার।
শুভ তারিখ- ৩,৬,৯,১২,১৫
অশুভ তারিখ-১,৮,১৪

ভাগ্যাঙ্ক ৪

ভাগ্যাঙ্ক ৪

এঁদের শুভদিন বুধবার ও সোমবার।
শুভ তারিখ-৫,১০,১৪,১৯
অশুভ তারিখ-১,১১,১৮

ভগ্যাঙ্ক ৫

ভগ্যাঙ্ক ৫

এঁদের শুভদিন বৃহস্পতিবার, শনিবার, বুধবার।
শুভ তারিখ- ৫,১০,১৪,১৯
অশুভ তারিখ-১,১৫,২১

ভগ্যাঙ্ক ৬

ভগ্যাঙ্ক ৬

এঁদের শুভদিন শুক্রবার ও মঙ্গলবার।
শুভ তারিখ- ৬,৯,১৫,১৮
অশুভ তারিখ-১,২,৫

ভাগ্যাঙ্ক ৭

ভাগ্যাঙ্ক ৭

এঁদের শুভদিন সোমবার বুধবার ।

শুভ তারিখ- ১,৭,৮,১১
অশুভ তারিখ- ৫,১৫,২৫

ভাগ্যাঙ্ক ৮

ভাগ্যাঙ্ক ৮

এঁদের শুভদিন সোমবার ও বুধবার
শুভ তারিখ- ৪,৮,১৬, ১৭, ২৬
অশুভ তারিখ- ১,৩,১১

ভাগ্যাঙ্ক ৯

ভাগ্যাঙ্ক ৯

এঁদের শুভদিন মঙ্গলবার ও শুক্রবার।
শুভ তারিখ-৯,১৫, ১৮
অশুভ তারিখ- ১,৪,২১

English summary
Very often people think that their Lucky Number is, nothing but their birth date. But according to numerology this is not the correct way of finding lucky number. Human quality, his/her behaviour and nature changes person to person. But one common thing not change is the number attached to the people. And the number which many times bring prosperity and good things in your life you call it Lucky number.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X