For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশিকী অমাবস্যার তিথি কতক্ষণ থাকছে! তারাপীঠ ঘিরে কিছু তথ্য

ধীরে ধীরে সেজে উঠছে তারাপীঠ । কৌশিকী অমাবস্যা উদযাপনে এখন ক্রমেই সেখানে জাঁকিয়ে বসেছে উৎসবের আসর। এদিকে, তারাপীঠ জুড়ে চলছে কড়া নজরদারি। গোটা চত্বর আপাতত সিসিটিভি-র নজরদারিতে।

  • |
Google Oneindia Bengali News

ধীরে ধীরে সেজে উঠছে তারাপীঠ । কৌশিকী অমাবস্যা উদযাপনে এখন ক্রমেই সেখানে জাঁকিয়ে বসেছে উৎসবের আসর। এদিকে, তারাপীঠ জুড়ে চলছে কড়া নজরদারি। গোটা চত্বর আপাতত সিসিটিভি-র নজরদারিতে। প্রশাসনিক নজরদারি ছাড়াও , মন্দির কর্তৃপক্ষের ৩০০ জন রক্ষী রয়েছে তারাপীঠে। দেখে নেওয়া যাক অমাবস্যায় তারাপীঠের পূজাকে ঘিরে কিথু তথ্য।

অমাবস্যা কতক্ষণ?

অমাবস্যা কতক্ষণ?

৮ সেপ্টেম্বর পড়ছে কৌশিকী অমাবস্যা। শনিবার রাত ১:৫২ মিনিট থেকে পরের দিন রাত ১১:৪০ মিনিট পর্যন্ত থাকছে এই অমাবস্যার সময়কাল। শনি ও রবি দুই দিন ধরেই এই অমাবস্যার বিশেষ পূজা উপলক্ষ্যে প্রবল ভক্তসমাগমের আশঙ্কা করা হচ্ছে।

[আরও পড়ুন:শুক্রবারে জন্মগ্রহণকারীদের দাম্পত্য জীবন কেমন হয়! এঁদের চরিত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষ শাস্ত্র][আরও পড়ুন:শুক্রবারে জন্মগ্রহণকারীদের দাম্পত্য জীবন কেমন হয়! এঁদের চরিত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষ শাস্ত্র]

কৌশিকী অমাবস্যায় কেন তারাপীঠে বিশেষ পূজা আয়োজিত হয় ?

কৌশিকী অমাবস্যায় কেন তারাপীঠে বিশেষ পূজা আয়োজিত হয় ?

দেবী তারা মাকে তারাপীঠে আজকের দিনের বিশেষ তিথিতে "কৌশিকী" রূপে পূজা করা হয়। তারাপীঠে আজকের দিনেই মা তারার অরাধনায় সাধক বামা ক্ষ্যাপা সিদ্ধি লাভ করেন। তাই এই পীঠকে 'সিদ্ধিপীঠ'বলা হয়। আবার কথিত রয়েছে , কৌশিকী রূপে মা এই বিশেষ তিথিতে 'শুম্ভ' ও 'নিশুম্ভ' নামের দুই অসুরকে বধ করেন। সেই উপলক্ষ্যে এখানে বিশেষ পূজা আয়োজিত হয়।

[আরও পড়ুন:আসন্ন গণেশ চতুর্থীতে বাড়িতে গণপতির আরাধনা করবেন ভাবছেন! পূজার সময়-তিথি জেনে নিন][আরও পড়ুন:আসন্ন গণেশ চতুর্থীতে বাড়িতে গণপতির আরাধনা করবেন ভাবছেন! পূজার সময়-তিথি জেনে নিন]

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মায়ের পূজা কেমনভাবে পালিত হয়?

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মায়ের পূজা কেমনভাবে পালিত হয়?

তারাপীঠে অমাবস্যার এই বিশেষ তিথি উপলক্ষ্যে তারা মায়ের বিশেষ নিশি পূজা আয়োজিত হয়। মহাভোগ ও মহা রাজবেশ সহকারে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়।

[আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস][আরও পড়ুন:সঠিক জায়গায় রাখুন 'লাকি ব্যাম্বু ট্রি' তবেই মিলবে অর্থ-সমৃদ্ধি! কয়েকটি টিপস]

অনলাইনে পূজা পাঠানোর ব্যবস্থা তারাপীঠে

অনলাইনে পূজা পাঠানোর ব্যবস্থা তারাপীঠে

সংকল্প পূজা উপলক্ষ্যে রবিবার রাত থেকেই অনলাইনের মাধ্যমে চলছে পূজা গ্রহণ। নামগোত্র লিখে এই পূজা, বিশেষ পূজা ও সাধারণ পূজা গ্রহণ করা হচ্ছে অনলাইনে। সাধারণ পূজা গ্রহণের খরচ ৫০১ টাকা। বিশেষ পূজা গ্রহণ করা হচ্ছে ১০০১ টাকা দিয়ে।

English summary
Date and time of kaushiki amavasya 2018, here are few details regarding puja at Tarapith of west Bengal. Here asre some fetails about the puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X