For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালির দিন এই জিনিসগুলি কেনা শুভ, বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর কৃপা থাকে

Google Oneindia Bengali News

বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে দিওয়ালির উৎসব এই বছর ২৪ অক্টোবর পালন করা হবে। প্রত্যেক বছর এই উৎসব কার্তিক অমাবস্যায় পালন করা হয়। এইদিন মা লক্ষ্মী ও গণেশ ভগবানের বিশেষ পুজো করার বিধান রয়েছে। কিন্তু এটা কি আপনি জানেন যে দিওয়ালির দিন বাড়িতে এই জিনিসগুলি নিয়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে মানা হয় যে এই জিনিসগুলি নিয়ে আসলে ঘরে সুখ-সমৃদ্ধির বাস হবে। আসুন জেনে নিই যে এই বস্তুগুলির বিষয়ে।

বাড়িতে নিয়ে আসুন গণেশ ও লক্ষ্মীজির মূর্তি

বাড়িতে নিয়ে আসুন গণেশ ও লক্ষ্মীজির মূর্তি

দিওয়ালির দিন গণেশজির মূর্তি নিয়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে বাড়িতে এই মূর্তি আসে, ওই ঘরে মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু মূর্তি নিয়ে আসার সময় মনে রাখবেন যে মূর্তি কোনও জায়গা থেকে ভাঙা যেন না হয়। এ সঙ্গে গণেশজির শুড় যেন বাঁদিকে হয় এবং মোড়া থাকে।

নতুন পোশাক কিনুন

নতুন পোশাক কিনুন

দিওয়ালিতে নতুন পোশাক কেনার রীতি রয়েছে। এরকম করলে শুক্র দেবতা প্রসন্ন হন এবং তাঁর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকেন।

গোমতী চক্র কিনুন

গোমতী চক্র কিনুন

দিওয়ালির সময় ১১টি গোমতী চক্র কেনা উচিত। এর সঙ্গে গোমতী চক্রকে মা লক্ষ্মীকে অর্পিত করতে হয় এবং তারপর এটি লাল কাপড়ে মুড়ে, যেখানে আপনি ধন রাখেন সেখানে পরের দিন রেখে দিতে হয়। এরকম করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সর্বদা থাকবে।

কিনে আনুন শ্রী ও মহালক্ষ্মী যন্ত্র

কিনে আনুন শ্রী ও মহালক্ষ্মী যন্ত্র

দিওয়ালির দিন বাজার থেকে শ্রী যন্ত্র ও মহালক্ষ্মী যন্ত্র কিনে আনুন। এর সঙ্গে লক্ষ্মী পুজোর সঙ্গে এই যন্ত্রগুলিরও পুজো করুন। এরপর এই যন্ত্রকে যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দিন এবং রোজ ধূপ-প্রদীপ দিয়ে পুজো করুন। এরকম করলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

লক্ষ্মী কড়ি

লক্ষ্মী কড়ি

দিওয়ালির দিন ৭টি লক্ষ্মী কড়ি কিনে আনুন। লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন আর কড়িও সমুদ্র থেকেই বের হয়েছে। এইজন্য কড়িতে ধনকে আকর্ষিত করার স্বাভাবিক গুণ থাকে। এর সঙ্গে কড়ি পুজোর সময় মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং তারপর সেগুলিকে লাল কাপড়ে বেধে অর্থ রাখার জায়গায় রেখে দিন।

নারকেল কিনুন

নারকেল কিনুন

একাক্ষী নারকেল বাজার থেকে দিওয়ালির দিন কিনে আনুন। একাক্ষী নারকেল লক্ষ্মীজির খুবই প্রিয়। এইজন্য পুজোর সময় একাক্ষী নারকেলের পুজো করুন। এরকম করলে ধন-ধান্যে বৃদ্ধি হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

সূর্যদেবের গোচর এই রাশির জাতকদের করে তুলবে মালামাল, ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা সূর্যদেবের গোচর এই রাশির জাতকদের করে তুলবে মালামাল, ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা

English summary
Buying these items during Diwali is considered very auspicious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X