For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভৌম প্রদোষ ব্রতের দিন জীবনের সমস্যা দূর করতে ভগবান শিবের সঙ্গে করুন হনুমান জির পুজো

ভৌম প্রদোষ ব্রতের দিন জীবনের সমস্যা দূর করতে ভগবান শিবের সঙ্গে করুন হনুমান জির পুজো

Google Oneindia Bengali News

‌প্রতি মাসে উভয় পক্ষের ত্রয়োদশীতে ভগবান শিবের প্রিয় প্রদোষ রাখা হয়। এইদিন ভগবান শিব ও মা পার্বতীর বিধি-বিধান মেনে পুজো-অর্চনা করা হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের ত্রয়োদশ তিথি ১৫ মার্চ, মঙ্গলবারে পড়ছে। মঙ্গলবার হওয়ার কারণে এই পুজোকে ভৌম প্রদোষ বলা হয়। সপ্তাহের যে দিন প্রদোষ ব্রত হয়, ওইদিনের নামে প্রদোষ ব্রতের নাম রাখা হয়। প্রদোষ ব্রত যা মঙ্গলবার পড়ে তা ভৌম প্রদোষ ব্রত নামে পরিচিত।

হনুমানজির পুজো

হনুমানজির পুজো

ধার্মিক মান্যতা অনুসারে এইদিন ভগবান শিবের পাশাপাশি হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত হয়। কথিত আছে যে সন্তান প্রাপ্তির জন্য ভৌম প্রদোষ ব্রত রাখা হয়। এইদিন ভাগবান শিবের পুজো-অর্চনা করলে তাঁর কৃপা প্রাপ্ত হয় এবং ভক্তের সব দুঃখ দূর হয়। আর সব মনোস্কামনা পূরণ হয়।

শিবের সঙ্গে করুন হনুমানজির পুজো

শিবের সঙ্গে করুন হনুমানজির পুজো

এই দিনে শিবের সঙ্গে হনুমানজিরও পুজো করা হয়। ভৌম প্রদোষ ব্রতের দিন ভগবান শঙ্করের সঙ্গে রুদ্রাবতার হনুমানজির পুজো করা বিশেষ ফলদায়ক হবে বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষীরা বলেন, ভৌম প্রদোষের দিনে হনুমানজির পুজো করলে মঙ্গল সংক্রান্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আসুন আমরা আপনাকে হনুমানজির এমনই কিছু মন্ত্রের কথা বলি, যেগুলো ভৌম প্রদোষ উপবাসের দিনে জপ করলে কষ্ট দূর হয় এবং সমস্ত মনোস্কামনা পূরণ হয়।

ভৌম প্রদোষ ব্রত হনুমান জির মন্ত্র

ভৌম প্রদোষ ব্রত হনুমান জির মন্ত্র

১)‌ হনুমানজির বীজ মন্ত্র
ওম এ ভ্রম হনুমন্তে, শ্রী রাম দূতায় নমঃ
এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার বা ভৌম প্রদোষের দিনে হনুমানজির বীজ মন্ত্র পাঠ করলে হনুমানজি শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত অশান্তি দূর করেন।

২)‌ হনুমানজির অষ্টভুজাকার মন্ত্র
নমো ভগবতে অঞ্জনেয়ে মহাবলয়ে স্বহা
হনুমানজির আঠারো অক্ষরযুক্ত সিদ্ধ মন্ত্র অত্যন্ত ফলদায়ক। কথিত আছে যে এই দিনে এটি জপ করলে সমস্ত সিদ্ধি লাভ হয়।

৩)‌ জ্ঞান ও বুদ্ধি প্রাপ্তির মন্ত্র
মনোজবম মারুতুলুলভেগাঁ জিতেন্দ্রিয় বুদ্ধিমতম জ্যেষ্ঠ্যম্।
বতমাজম বানারায়ুথ মুখ্যমন শ্রী রামদূতম শরণম্ প্রপাদ্যে।
হনুমানজিকে বল, বুদ্ধির দাতা বলা হয়। বিশেষ করে পড়ুয়াদের হনুমানজির এই মন্ত্র অবশ্যই পাঠ করা প্রয়োজন।

৪)‌ বল ও পরাক্রম প্রাপ্তির মন্ত্র
অতুলিতা বলধাম, হেমশৈলভদেহম। দনুজবংকৃশানুম্, জ্ঞানীনামাগ্রাগন্যম্।
সকলগুন নিধানম, বানরনামধিশম। রঘুপতিপ্রিয়া ভক্তম বতজাতম নমামি।
জীবনে কিছু জয় করার ইচ্ছা বা কোনও কিছু অর্জন করতে চাইছেন কিন্তু পারছেন না তাঁদের জন্য এই মন্ত্র খুবই কার্যকর।

৫) রোগ ও শত্রুর বিরুদ্ধে জয়লাভের মন্ত্র‌
ওম নমো হনুমন্তে রুদ্রাবতারায় সর্বশত্রুসহন্নয়,
সর্বরোগে সর্ববশিকরণায় রামদূতায় স্বহা।
রোগ, বাধা এবং শত্রুদের বিনাশ করতে, হনুমানজির এই মন্ত্রটি জপ করুন।

এই সপ্তাহে কোন কোন রাশির খুব ভালো সময় যাবে, জেনে নিন এই সপ্তাহে কোন কোন রাশির খুব ভালো সময় যাবে, জেনে নিন

English summary
Chant Hanuman Ji's mantra during bhaum pradosh vrat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X