
shani gochar: শনির কারণে তৈরি হচ্ছে ‘শশ পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’, আর্থিক উন্নতির সম্ভাবনা এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে শনিকে আমরা ন্যায়ের দেবতা বলেই জানি। দেড় বছর অন্তর অন্তর শনি ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলে সকল রাশির ওপর। নতুন বছরের শুরুতেই কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে শনি। এই সময় 'শশ পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’ তৈরি হবে। এই যোগ অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ তৈরি হবে। ৩০ বছর পর শনি নিজস্ব রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে শনি গ্রহ। জেনে নিন কোন কোন রাশির ব্যক্তিরা আর্থিক দিকে উন্নতির মুখ দেখবেন।

মেষ রাশি
শনির কারণে তৈরি হচ্ছে শশ পঞ্চ মহাপুরুষ রাজ যোগ। এই যোগের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আয় তাদের ক্রমশ বাড়তে থাকবে। কাজে অগ্রগতি হবে। স্বাস্থ্য তাদের ভালো যাবে। হঠাৎ করে তাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে সাফল্যের পথ খুলবে তাদের। তাই এই সময়ে আপনারা মাথা ঠান্ডা রেখে যেকোনোও শুভ কাজ করার প্রস্তুতি নিতে পারেন।

বৃষ রাশি
এই রাশির জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন হবে। এসময় শনির কৃপায় আপনি প্রত্যেকটা কাজেই সফলতা পাবেন। তাই শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবতার পুজো দিন। তাহলে আপনার চাকরি থেকে ব্যবসায় উন্নতি হবে। যারা এই সময় অবিবাহিত তাদের বিয়ে হবে। সেই সঙ্গে তাদের দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন। আপনিও পারিবারিক জীবনে সুখী হতে পারবেন।

কন্যা রাশি
ঘর পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এই সময় আপনাদের জীবনের সাফল্য আসবে। ভাগ্যের দ্বার আপনাদের খুলবে। যেকোনও জায়গা দিয়ে আপনার সাফল্য অর্জন করতে পারবেন। আর্থিকদিকে অনেক উন্নতি হবে আপনার। আপনাদের জীবনের শুভ সময় শুরু হচ্ছে এখন থেকে।

মকর রাশি
শনি মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করায় তৈরি হচ্ছে শশ পঞ্চ মহাপুরুষ রাজ যোগ। এই যোগের কারণেই মকর রাশি জাতিকাদের জীবনে সাফল্য আসবে। তাছাড়াও শনি মকর রাশির অধিপতি। শনি অন্য রশিতে পাড়ি দেওয়ার কারণে চাকরিতে খুব সফলতা আসবে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি ও ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই মাথা ঠান্ডা করে খুব ধৈর্য ধরে কর্মক্ষেত্রে কাজ করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি
এই রাশিতে প্রবেশ করতে চলেছে শনি। আর এই যোগের কারণে খুব সুবিধা পেতে চলেছে কুম্ভ রাশির ব্যক্তিরা। ভাগ্যের সাহায্যে প্রতিটি কাজে আপনারা সফলতা পাবেন। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যা চাইবেন সেটি করতে পারবেন। অংশীদারিত্ব কাজে আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এ সময় বাবা-মায়ের পূর্ণ সমর্থন আপনি পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
Sun gochar: সূর্য গোচরের কারণে এই রাশির ব্যক্তিদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে