For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনির সাড়েসাতির প্রভাব কোন রাশিদের ওপর পড়বে, কীভাবেই বা করবেন এর প্রতিকার

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শনি যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। শনি দেবতার নাম শুনলে সকলেই ভয় পেয়ে যান। কারণ শনি যখন কোনও ব্যক্তির উপর কুদৃষ্টি দেন তখন তার থেকে যেমন অবনতি এবং জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া শনি গ্রহই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিকে তার কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। সেই গ্রহই এবার ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজ শনি গ্রহ তার ঘর পরিবর্তন করবে। শনি ঘর পরিবর্তন করার জন্য সাফল্য আসবে আবার কিছু রাশি জীবনে, আবার অনেক রাশির ব্যক্তিরা নানান অসুবিধার সম্মুখীন হবেন। আবার কেউ কেউ সাড়েসাতির দশায় পড়বেন, আবার ধাইয়া থেকেও মুক্তি পাবেন।

কোন কোন রাশির ওপর সাড়েসাতির প্রভাব পড়বে

কোন কোন রাশির ওপর সাড়েসাতির প্রভাব পড়বে

জ্যোতিষশাস্ত্রে অনুসারে, শনি ঘর পরিবর্তন করায় ধনু, মিথুন ও তুলা রাশির ব্যক্তিরা শনির ধাইয়া থেকে মুক্তি পাবেন। আর শনির সাড়েসাতি শুরু হবে বৃশ্চিক, কর্কট রাশির অপরদিকে কুম্ভ, মীন, মকর রাশির ধাইয়ার প্রভাব শুরু হবে। এরা এই সময়ে জীবনে কখনোই সাফল্য পাবে না। আর্থিক দিকে তাদের নানান অসুবিধা হতে পারে। জীবনে সাফল্যও আসে না।

যদি আপনি শনির সাড়েসাতি থেকে ধাইয়া বের হতে চান, তাহলে শনিদেবকে খুশি করা দরকার। আর শনিদেবকে খুশি করতে মেনে চলুন এই প্রতিকারগুলি।

 পিপিল গাছের শিকড়ে জল ঢালুন

পিপিল গাছের শিকড়ে জল ঢালুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শনিদেবের কুদৃষ্টি থেকে বেরোতে পিপিল গাছের শিকড়ে জল দেওয়া খুব শুভ। তাই শনিবার করে দুধ ও জল একসঙ্গে মিশিয়ে পিপিল গাছের শিকড়ে দিন, সেই সঙ্গে চিনি ও কালো তিলও দিতে পারেন। এতে শনিদেব খুশি হয়। যদি পারেন গাছে শিকড়ে জল দেবার পর কালো দারিদ্র ব্যক্তিকে দান করুন।

 এদিন কালো কাপড় পড়বেন না

এদিন কালো কাপড় পড়বেন না

শনিদেবকে খুশি করতে ভুলেও কোনও মঙ্গলবার কালো কাপড় পড়বেন না। আপনি চাইলে শনিবার কালো কাপড় পড়তে পারেন। তবে এই দিন কিন্তু কালো কাপড় কিনবেন না। এতে শনি গ্রহ খুব রেগে যায় এবং শনিদেব কখনোই আপনার উপর সুদৃষ্টি ফেলবেন না। আর যেসকল ব্যক্তিদের জীবনে সাড়েসাতি রয়েছে তারা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিন।

 এদিন কাউকে ধার দেবেন না

এদিন কাউকে ধার দেবেন না

যে সকল রাশি শনি ঘর পরিবর্তন করার পর শনি ধাইয়ার কবলে পড়ছেন তাঁরা মাংস, মদ খাওয়া এড়িয়ে চলুন। মঙ্গলবার, শনিবার নিরামিষ খাবার চেষ্টা করুন। এই দিন কারোর থেকে ধার নেবেন না এবং কাউকে ধার দেবেন না। কালো তেল, লোহা এই দিন কিনবেন না। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ও মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তবেই শনিদেব কিন্তু আপনার উপর খুশি হবেন এবং আপনার আর্থিক দিকে উন্নতি করবেন।

 হনুমানজীর মন্দিরে পুজো দিন

হনুমানজীর মন্দিরে পুজো দিন

যদি আপনি শনিদেবের অশুভ দৃষ্টি এড়িয়ে চলতে চান, তাহলে হনুমানজীর মন্দিরে গিয়ে নারকেল, জুই, তেল, লাড্ডু, সিঁদুর দান করুন। তবে এটি একটি শনিবার না একটানা ৪৩ টি শনিবার করবেন। এগুলি হনুমানজীর মন্দিরে দান করবেন। হনুমানজীর মন্ত্র জপ করুন। এদের শনিদেবতা কিছুটা হলেও আপনার উপর সদয় হবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক দিকে উন্নতি হবে এবং সেই সঙ্গে জীবনেও সাফল্যও মিলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Sun gochar: সূর্য গোচরের কারণে মাথা ঠান্ডা রেখে চলবেন কোন কোন রাশিরা, দেখুন Sun gochar: সূর্য গোচরের কারণে মাথা ঠান্ডা রেখে চলবেন কোন কোন রাশিরা, দেখুন

English summary
Saturn will change house on January 17. Scorpio, Cancer zodiac signs people will effected by sade sati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X