
বিপরীতমুখী শনি! কোন কোন রাশি সাড়েসাতি ও ধাইয়ার কবলে? জানুন প্রতিকার
জ্যোতিষশাস্ত্রে শনিকে ধীর গতির গ্রহ বলা হয়। জুন মাসের ৫ তারিখ শনি বিপরীতমুখী হয়েছে। কিছু রাশির দিন খারাপ হবে বলে আশঙ্কা করা হয়েছে। আবার কিছু রাশির জীবনে বড় পরিবর্তন হয়েছে। শনি কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেছে। এই গ্রহ রাশি পরিবর্তন ফলে অনেক রাশির উপর শনির ধাইয়া শুরু হয় আবার অনেকের সাড়েসাতির দশা থেকে মুক্তি পান। শনির বিপরীতমুখী হওয়ায় ১২ জুলাই থেকে কিছু রাশির জীবনে আবারও সমস্যার সম্মুখীন হবে। তাছাড়া অনেকেই শনি নাম শুনলে একটু ভয় পেয়ে যান। কর্মফল অনুযায়ী শনি ফল দান করে থাকে। জেনে নিন কোন কোন রাশির শনির বিপরীতমুখী হওয়ায় আবার অশুভ সময়ের মধ্যে পড়ছে।

কাদের সাড়েসাতি শুরু হচ্ছে
২৯ এপ্রিল শনি বিপরীতমুখী হওয়ায় মীন রাশির জাতক-জাতিকাদের প্রথম পর্বের সাড়েসাতি শুরু হয়েছে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। অপরদিকে, মকর রাশির সাড়ে সাতি শেষ পর্ব চলেছে। অনেকক্ষেত্রেই তারা যে কাজেই হাত দিচ্ছেন সে কাজে সফলতা পাচ্ছেন না। কর্কট রাশির জাতক-জাতিকাদের ধাইয়া চলেছে। এই সময় তাদের শুভ কাজ না করাই ভালো। তাহলে সকল কাজে তারা সাফল্য পাবেন না।

কাদের শনির ধাইয়া শুরু হবে
চলতি বছরের ১২ জুলাই শনি বিপরীতমুখী হবে, আবার মকর রাশিতে প্রবেশ করবে। যার কারণে ধনু রাশির লোকেরা দুমাস আবারও ধাইয়ার মধ্যে থাকবেন। সাড়েসাতি থেকে যারা মুক্তি পেয়েছেন তাদের আবার জীবনে নেতিবাচকতা আসতে পারে। তারা অনেকেই সমস্যার মধ্য দিয়ে যাবেন। কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে তাদের চঞ্চলতা থাকবে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে আবার তাঁরা সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। পাশাপাশি মকর রাশিতে শনির গমনের জন্য মিথুন রাশির কবলে পড়বে। এই সময়ে সাবধানে রাস্তায় চলবেন। না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

শনির প্রকোপ থেকে বাঁচতে এই কাজগুলি করুন
যে সকল রাশি সাড়েসাতির কবলে পড়ছেন বা পড়েছেন তাঁরা সতর্ক হবেন। শনিবার হনুমান চালিশা পড়ুন। শনি মন্দিরে গিয়ে শনিবার পুজো দিন। অশ্বত্থ গাছের নিচে সরিষা প্রদীপ জ্বালান। গরীব ও অসহায় ব্যক্তিদের সামর্থ্যমতো দান করুন। কারণ শনি কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন। যদি কেউ শুভ কর্ম করে তাকে শুভ ফল দিয়ে থাকেন। তাই শনির কুদৃষ্টি এড়াতে এই কাজগুলি করুন। তাহলেই জীবনে সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ফেং শুই অনুযায়ী, অবিবাহিতরা বেডরুমে কখনও রাখবেন না এইসব জিনিস