
Rahu Effect: রাহুর শুভ প্রভাব পড়বে কোন কোন রাশির ওপর, দেখুন
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকলরাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে। তবে রাহু ও কেতু গ্রহের নাম শুনলে অনেকেই পায় ভয় পান অনেকের মতে রাহু গ্রহের অশুভ প্রভাব পড়লে সেই ব্যক্তি রাজা থেকে ফকির পর্যন্ত হতে পারেন। এই গ্রহ দেড় বছর অন্তর অন্তর তার ঘর পরিবর্তন করে। ২০২২ সালে মেষ রাশিতে প্রবেশ করেছিল সে। ২০২৩ সালে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে রাহু। এই সময় সমস্ত রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। তবে রাহু পথ পরিবর্তন করায় তিন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় হবে। জেনে নিন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

মিথুন রাশি
এই রাশির জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় আপনি জীবনে অনেক বড় সুবিধা পাবেন। চাকরিতে উন্নতি করতে পারবেন। পদোন্নতি পাবেন কাজের জায়গায়। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু। আপনাদের জীবনে প্রচুর অর্থ উপার্জনের সময় এটি। আপনি নতুন জমি, সম্পত্তি কিনতে পারেন।

কন্যা রাশি
রাহু ঘর পরিবর্তন করার কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় এই রাশির ব্যক্তিদের অংশীদারিত্ব কাজে অনেক বড় সাফল্য পাবেন। সঙ্গীর সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সুবিধা পাবেন কর্মক্ষেত্রে। যারা সরকারি চাকরিতে কর্মরত তাদের বাইরে যেতে হতে পারে। সেখানে তারা আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন। সঙ্গিনীকে খুশি করবার জন্য এই সময় তাকে নিয়ে বাইরে ঘুরতে যান। আপনার দাম্পত্য থেকে পারিবারিক জীবন সুখের হবে।

কুম্ভ রাশি
মীন রাশিতে রাহু প্রবেশ করার কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় শুরু হবে। এই সময় আপনি হঠাৎ কোথাও থেকে কোনও টাকা পেতে পারেন। আপনি যেটি আশা করেননি সেই কাজ হতে পারে। আপনার কপালে সুখ এই সময় লেগেই থাকবে। এ সময় সকলের সাথে খুব ভালো ব্যবহার করবেন । তবেই আপনার দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। ব্যবসা আপনার খুব ভালো সময় শুরু হবে। আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। জীবনে সাফল্যের পথ খুলবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)