
Mercury and Venus Effect: চলতি মাসেই বুধ ও শুক্রের শুভ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর
জ্যোতিষশাস্ত্রে অনেক গ্রহ তাদের ঘর পরিবর্তন করতে চলেছে। ডিসেম্বর মাসটি খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অনেক বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করে শুভ প্রভাব ফেলবে অনেক রাশির উপর। আবার অশুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনেক গ্রহ অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে। সেই গ্রহের তালিকায় রয়েছে বুধ ও শুক্র। ২৯ ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। ৩১ ডিসেম্বর ধনু রাশি বিপরীতমুখী হবে। এই কারণে অনেক রাশির উপর বিশেষ প্রভাব পড়বে। দেখে নিন বুধ ও শুক্রের জন্য কোন কোন রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে। দেখে নিন কোন কোন শুভ সময় হতে চলেছে।

মেষ রাশি
ডিসেম্বরের থেকেই সাফল্যের সময় শুরু হচ্ছে মেষ রাশির জাতক-জাতিকাদের। এ সময় আপনারা ব্যবসা থেকে কর্মক্ষেত্রে উন্নতির পথ খুঁজে পাবেন। নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে আপনাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আটকে থাকা কাজ শেষ হবে। জীবনে উন্নতির পথ আপনার খুলবে।

কর্কট রাশি
চলতি মাসের শেষে এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে কর্কট রাশি ব্যক্তিদের উপর। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। যেখান থেকে আপনাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হঠাৎ করে পৈতৃক সম্পত্তিতে ফিরে পেতে পারেন। অন্যদিকে শুক্রের গমনে যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এ সময় আপনার ব্যবসাক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন। জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সাফল্যের সময় শুরু হবে আপনাদের। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন।

কন্যা রাশি
শুক্র ও বুধের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এসময় যারা চাকরি খুজছেন তারা চাকরি পাবেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি ও পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি নতুন ব্যবসা খুলতে চান খুলতে পারেন। সেখান থেকে আপনার আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে। এ সময় আপনি মনে প্রানে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন আপনার সুখের হবে। সেই সঙ্গে পারিবারিক জীবনেও আপনার সুখ বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
shani gochar: শনির কারণে তৈরি হচ্ছে 'শশ পঞ্চ মহাপুরুষ রাজ যোগ’, আর্থিক উন্নতির সম্ভাবনা এই রাশিদের