
মার্চ মাসেই উত্থান হবে গুরু গ্রহের, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে এই রাশিদের
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে আমরা দেবগুরু বলেই জানি। এই গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই মানি। বৃহস্পতিকে সম্পদ, শিক্ষা, সন্তান, জীবনসঙ্গী ও অর্থের কারক বলেই জানি। যে সকল ব্যক্তির জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে থাকে সেই ব্যক্তির জীবনে সাফল্যের সময় শুরু হয় হবে। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে উন্নতি হবে। মার্চ মাসে বৃহস্পতির উত্থান হবে। এই উত্থানের সময় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

কুম্ভ রাশি
এই রাশির ব্যক্তিদের বৃহস্পতি উত্থানের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হবে। এ সময় আপনি কোথাও যদি ঋণ নিয়ে থাকেন সেই ঋণ থেকে বেরোতে পারবেন। আর তা থেকে খুব উন্নতি লাভ করতে পারবেন । বিশেষ করে যারা শিক্ষা, মিডিয়াতে যুক্ত তাদের জীবন সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি চাকরিতে পদোন্নতি করতে পারবেন। জীবনে উন্নতি হবে আপনাদের।

কর্কট রাশি
বৃহস্পতির উত্থানের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে যেমন উন্নতি হবে তেমনি জীবনের শুভ সময়ও শুরু হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে উন্নতির সময় শুরু। আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন কিংবা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সেখান থেকে আপনার লাভের সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক সুখের মুখ দেখবেন।

মিথুন রাশি
বৃহস্পতির উত্থানের কারণে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এ সময় আপনার কেরিয়ার খুব ভালো যাবে। চাকরির জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো সময় শুরু হবে। যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সাফল্য পেতে পারেন। এসময় মানসিক চাপ আপনার থাকতে পারে। স্যালারি বাড়তে পারে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের সাফল্য মেলার সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠান্ডা রেখে সকল কাজ করার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম করে আপনার জীবনে সাফল্য এনে দেবে।

মীন রাশি
বৃহস্পতির উত্থানের কারণে মীন রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু। এসময় দীর্ঘদিন ধরে আপনাদের টাকাটা আটকে ছিল, সেই টাকা আপনি পেয়ে যাবেন। আপনার আয়ের নতুন পথ খুলবে। যদি আপনি আর্থিক দিক থেকে বেশ উন্নতি লাভ করতে পারবেন। আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাছ থেকে আপনি সাফল্য পাবেন। পরিশ্রমের পূর্ণ ফল আপনি পাবেন। জীবনে আপনার শুভ সময় শুরু হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
Venus Effect: তৈরি হচ্ছে 'মালব্য রাজযোগ’, ব্যবসায় উন্নতির মুখ দেখবেন কোন কোন রাশিরা