For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন জিনিসগুলি দান করলে ধনী হওয়া কেউ রুখতে পারবে না! কী বলছে শাস্ত্র

কথায় বলে, যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন। ধনী হওয়ার সহজ রাস্তা হল দান বা ত্যাগ। শাস্ত্র অন্তত তেমনটাই বলছে।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে, যত বেশি দান করবেন তত বেশি উন্নতির রাস্তায় হাঁটতে পারবেন। ধনী হওয়ার সহজ রাস্তা হল দান বা ত্যাগ। শাস্ত্র অন্তত তেমনটাই বলছে। তবে যেকোনও জিনিস , যেকোনও বারে ত্যাগ করলেই যে তা থেকে সৌভাগ্য পাল্টাবে , তা নয়। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস কোন দিনে দান করলে তা রীতিমত সৌভাগ্য নিয়ে আসে।

দানের উপায়

দানের উপায়

অনেকেই মন্দিরে পুজো দিয়ে দান করে থাকেন। মন্দিরের সামনে বসে থাকা ভিখারিদের দান করা হয় বিভিন্ন জিনিস। তবে শাস্ত্র বলছে , দানের ধরনের ইপরেও নির্ভর করে , আপনার ভাগ্য।

কী দান করবেন?

কী দান করবেন?

দুঃস্থ ও দরিদ্র ব্যক্তিকে পিতলের বাসন দান অত্যন্ত ভালো দিক। কোনও অমাবস্যায় এই পিতল কিনে তা দান করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। মনে করা হয়, এই দানের পর ঘরে ধনসম্পত্তি ও অন্নবস্ত্রের অভাব থাকে না।

লবঙ্গ ঘিরে দান!

লবঙ্গ ঘিরে দান!

যেকোনও অমাবস্যায় লবঙ্গ ঠাকুর ঘরে পুড়িয়ে তার পোড়া অংশ কোনও নোটে রেখে তা কাউকে দানের পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। এতে ধন প্রাপ্তির ক্ষেত্রে কোনও বাধা থাকলে তা কেটে যায় বলে দাবি করা হচ্ছে।

[আরও পড়ুন:চাকরির ইন্টারভিউ দিয়েও কি সাফল্য আসছে না! ব্যর্থতা কাটাতে টিপস][আরও পড়ুন:চাকরির ইন্টারভিউ দিয়েও কি সাফল্য আসছে না! ব্যর্থতা কাটাতে টিপস]

রুপোর কয়েন

রুপোর কয়েন

অমাবস্যার দিন কোনও বৃদ্ধ ভিখারিকে রুপোর কয়েন দান করলে তা বহু সমস্যা কাটিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ঘরে কোনওভাবে শান্তিভঙ্গ হলে তা থেকে মুক্তি দিতে পারে এই উপায়।

[আরও পড়ুন:স্ত্রীর 'পায়ে' লুকিয়ে স্বামীর ভাগ্য! সহজ উপায়ে জেনে নিন সৌভাগ্য ফেরার রাস্তা][আরও পড়ুন:স্ত্রীর 'পায়ে' লুকিয়ে স্বামীর ভাগ্য! সহজ উপায়ে জেনে নিন সৌভাগ্য ফেরার রাস্তা]

English summary
If you want to get rich know Importance of Donation according to astrology .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X