For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবরাত্রির সময় মা দুর্গা যদি স্বপ্নে দেখা দেয় তবে আপনার জীবনে অবশ্যই শুভ কিছু হতে চলেছে

নবরাত্রির সময় মা দুর্গার স্বপ্ন

Google Oneindia Bengali News

রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখি না এরকম লোক খুব কমই আছে। রাতের বেলা দেখা স্বপ্ন অনেক সময়ই শুভ–অশুভ সঙ্কেত দেয়। স্বপ্ন শাস্ত্রে এই স্বপ্নগুলির অর্থ বলা হয়েছে। বিশেষ করে এই স্বপ্নগুলি যদি বিশেষ সময়ে আসে তাহলে তার মাহাত্ম্য আরও বেড়ে যায়। এখন নবরাত্রি চলছে, এই সময় আসা স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ হয়। আসুন জেনে নিন যে মা দুর্গা স্বপ্নে দেখা দিলে তার কি অর্থ হয়।

স্বপ্নে মা দুর্গা দেখা দিলে তা শুভ

স্বপ্নে মা দুর্গা দেখা দিলে তা শুভ

স্বপ্নে ভগবানের দেখা পাওয়া খুব শুভ বলে মনে করা হয়। যদি মা দুর্গা লাল রঙের পোশাক পরে স্বপ্নে দেখা দেয় তবে এর অর্থ হল আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে। এটা সফলতা পাওয়ার সঙ্কেত। এই স্বপ্ন দেখার পরই অবশ্যই মা দুর্গাকে পুজো করতে ভুলবেন না।

অবিবাহিত ছেলে বা মেয়ের স্বপ্নে মা দুর্গা আসা

অবিবাহিত ছেলে বা মেয়ের স্বপ্নে মা দুর্গা আসা

যদি অবিবাহিত ছেলে বা মেয়ে তাঁর স্বপ্নে লাল পোশাক পরা মা দুর্গাকে দেখতে পান তবে তাঁর বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে। দীর্ঘদিন ধরে যদি কোনও ছেলে বা মেয়ের বিয়ে না হয় তবে এই স্বপ্ন দেখার পর সেই ছেলে বা মেয়ের বিয়ে খুব শীঘ্র হয়ে যায়।

 সিংহতে চড়ে মা দুর্গা স্বপ্নতে আসা

সিংহতে চড়ে মা দুর্গা স্বপ্নতে আসা

মা দুর্গার বাহন সিংহ। আর সিংহতে চড়ে মা দুর্গা যদি আপনার স্বপ্নে দেখা দেয় তবে তা খুব শুভ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল আপনার জীবনের সব সমস্যা এবার দূর হয়ে যাবে। এর সঙ্গে আপনার ওপর মা দুর্গার কৃপা থাকবে যাতে আপনি আপনার শত্রুদের ওপর বিজয় পেতে পারেন।

মা পার্বতীকে দেখা শুভ

মা পার্বতীকে দেখা শুভ

যদি স্বপ্নে মা পার্বতীকে দেখতে পান তাহলে এটাও খুব শুভ সঙ্কেত। এটা আপনাকে ধনলাভের সঙ্কেত দেয়। এটা কোনও ছোটখাটো ধনলাভ নয় বরং জীবন বদলে দেওয়ার মতো ধনপ্রাপ্তি হতে পারে।

ছোট মেয়েকে স্বপ্নে দেখা

ছোট মেয়েকে স্বপ্নে দেখা

ঘুমনোর সময় যদি মা দুর্গার মতো দখতে কোনও ছোট মেয়ে স্বপ্নে আসে, তাহলে জানবেন খুব শীঘ্র আপনার দুঃখের দিন কাটতে চলেছে। শুধু তাই নয়, জীবন পথে চলতে চলতে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনও সমস্যা এবার মিটে যাবে। সেই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্যের জীবনে লাগলে সুখের ছোঁয়া। উন্নতি ঘটবে কর্মক্ষেত্রেও। তবে এক্ষেত্রে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, তা হল, কখনও স্বপ্নে যদি কোনও সুন্দরি মেয়েকে সাজতে দেখন, তাহলেও জানবেন আপনার গৃহস্থে দেবী শক্তির আগমণ ঘটতে চলেছে।

পরপর তিনবার পদ্ম দেখলে

পরপর তিনবার পদ্ম দেখলে

শাস্ত্র মতে শুক্রবার বা যে কোনও সময় পর পর তিনদিন যদি পদ্ম ফুলের স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে মা দুর্গা আপনার উপর সহায় হয়েছেন। ফলে মায়ের আশীর্বাদে শরীরের অন্দরে লুকিয়ে থাকা ছোট-বড় রোগ-ব্যাধি সব দূরে পালাতে শুরু করবে।

স্বপ্নে শঙ্খ দেখলে কি হয়

স্বপ্নে শঙ্খ দেখলে কি হয়

শাস্ত্র মতে শঙ্খ বা ঘন্টার ধ্বনিতে যদি আপনার ঘুম ভাঙে তাহলে বিছানা থেকে উঠে এক মনে মা দূর্গার নাম নেবেন। দেখবেন অনন্দে ভরে উঠবে আপনার জীবন। সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধি আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে। ফলে প্রতিটি দিন এতটা আনন্দে কাটবে যে মনে হবে সময় যেন ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে চলেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
It is considered very auspicious to dream of Maa Durga during Navratri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X