For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ির কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ, জানেন

বাড়ির কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ, জানেন

  • |
Google Oneindia Bengali News

হিন্দুমতে গণেশজিকে একটি বিশেষ স্থানে রাখা হয়। তার পুজো করায় শুভ ফল মেলে বলে মনে করা হয়। গণেশের পুজো করলে মনের অনেক বাসনা পূরণ হয়। কোন সমাজে গেলে সেই কাজে সাফল্য পাওয়া যায়। কোন সমস্যা ছাড়াই জীবনে সকল কাজে সাফল্য মিলবে। ভগবান গণেশের আশীর্বাদে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। এবং তাদের দুঃখ-কষ্ট বিনাশ হয়। বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান গণপতি আমাদের সঠিক পথে পরিচালনা করেন। তিনি আমাদের সঠিক পথ দেখিয়ে দেন। সেই সঙ্গে গণেশজিকে সঠিক স্থানে বসানো উচিত। তাহলে জীবনে শুভ ফল পাওয়া যাবে।


গণেশের মূর্তি কোনদিকে রাখবেন

গণেশের মূর্তি কোনদিকে রাখবেন

বুধবার দেবতা গণেশকে উৎসর্গ করা হয়। এই দিনে গণেশজির আরাধনা করা উচিত। যদি এইদিনে উপবাস করে ভক্তরা দেবতার পুজো দেন। তাহলে গণেশজির বিশেষ কৃপা পেয়ে থাকেন সকলে।। এছাড়াও, বুধ গ্রহ যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে দুর্বল থাকে তবে সে শক্তি পায়। গণেশ জিকে শক্তি, বুদ্ধি দেবতা বলে মনে করা হয়। গণেশজির কৃপায় মানুষের ভাগ্যও জেগে ওঠে। বাস্তু মতে কিছু জিনিসের যত্ন নিলে গণেশ জির কৃপা পাওয়া যায়। আসুন জেনে নিই বাস্তু অনুসারে গণেশ মূর্তির কোন কোন জায়গায় রাখবেন।

 বাড়িতে গণপতির মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধি বাড়ে

বাড়িতে গণপতির মূর্তি রাখলে সুখ-সমৃদ্ধি বাড়ে

জ্যোতিষশাস্ত্রে গণেশের মূর্তি সঠিক জায়গায় স্থাপন করা উচিত। তাহলেই এর বিশেষ গুরুত্ব পাওয়া যায়। বাস্তু মতে, বাড়িতে গণপতির মূর্তি রাখলে ঘরে সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, গণেশ জির মূর্তি আপনি বাড়ির উত্তর পূর্বকে বসান, তাহলে আপনার সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে।

কেন গণেশজি রেগে যান

কেন গণেশজি রেগে যান

জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়, সবদিক সকল দেবতাদের জন্য উপযুক্ত নয়। তাই সঠিক স্থানে ভগবানের পুজো করা উচিত। কখনও ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে গণেশজিকে বসাবেন না, মনে করা হয় বাড়ির দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই এই দিকে দেবতাদের বসানো উচিত নয়। গণেশজিকে যেখানে বসাবেন তার আশেপাশে বাথরুম, আবর্জনা যেন না থাকে। তাহলে তিনি রেগে যান।

বাড়িতে গণেশের কোন মূর্তি রাখবেন

বাড়িতে গণেশের কোন মূর্তি রাখবেন

যদি আপনি আপনার বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে চান, তাহলে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি স্থাপন না করে কোনও ধাতু বা মাটির তৈরি গণেশের মূর্তি স্থাপন করুন। সেই সঙ্গে সঠিক স্থানে ভগবানকে বসান। এতে করে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। আপনার পরিবারে থাকবে সুখও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

কোন কোন কাজ করলে খুব সহজেই ঋণমুক্ত হতে পারবেন, জানেন কোন কোন কাজ করলে খুব সহজেই ঋণমুক্ত হতে পারবেন, জানেন

English summary
idol of ganesha should be placed on the northeast side of the house say astrology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X