For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ধ্যা পুজোর সময় এই ভুলগুলি করছেন নাতো?‌ চলে যেতে পারে সুখ–সমৃদ্ধি

Google Oneindia Bengali News

হিন্দু ধর্মে পুজো-পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঘরের মন্দিরে সবাই নিয়মিতভাবে পুজো পাঠ করেন। কিছু বাড়িতে সকাল ও সন্ধ্যা দু'‌বেলাই পুজো পাঠ হয়ে থাকে। বলা হয়ে যে এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে। যদিও সকালের পুজো ও সন্ধ্যায় করার পুজোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। শাস্ত্র মতে, যাঁরা সন্ধ্যার সময় পুজো করেন তাঁদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে।

সন্ধ্যার পুজোর সময় ফুল ছেঁড়া উচিত নয়

সন্ধ্যার পুজোর সময় ফুল ছেঁড়া উচিত নয়

সকালে ভগবানের পুজোয় তাজা ফুল দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। কিন্তু সন্ধ্যাবেলায় পুজোর জন্য ফুল ছেঁড়া উচিত নয়। শাস্ত্র মতে, সন্ধ্যার সময় ফুল ছেঁড়াকে অশুভ বলে মনে করা হয়। এইজন্য সন্ধ্যার পুজোয় ভগবানকে ফুল অর্পণ করা উচিত নয়।

সন্ধ্যায় পুজোর সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত নয়

সন্ধ্যায় পুজোর সময় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত নয়

সকালের পুজোয় শঙ্খ ও ঘণ্টা অবশ্যই বাজানো উচিত কারণ এতে ঘরে ইতিবাচকতা আসে কিন্তু সন্ধ্যার পুজোতেও অনেকে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে থাকেন যা একেবারেই অনুচিত। বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর দেবী-দেবতা শুতে চলে যান এবং শঙ্খ ও ঘণ্টার আওয়াজে তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটে।

সূর্যদেবের পুজো করবেন না

সূর্যদেবের পুজো করবেন না

শাস্ত্রে ভোরবেলা সূর্যদেবকে পুজো করার এবং জল নিবেদনের বিধান রয়েছে। সূর্যাস্তের পর কখনোই সূর্যের পুজো করা উচিত নয়, এটা শুভ বলে মনে করা হয় না। এ ছাড়া সন্ধ্যার পুজোয় কখনই তুলসী পাতা ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।

সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না

সন্ধ্যার সময় ঝাড়ু দেবেন না

অনেকেই সন্ধ্যা পুজোর আগে বাড়ি-ঘর ঝাড় দেন। কিন্তু এটা করা অনুচিত। সূর্যাস্তের পর কোনওভাবেই ঝাঁটা বাড়িতে লাগানো ঠিক নয়। এটা করলে ঘরে লক্ষ্মী থাকে না। এছাড়াও, বাড়িতে বসবাসকারী লোকেরা সুখ, শান্তি এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

আগামী ১৩দিন মঙ্গলময় হতে চলেছে এই রাশিদের জীবন, তেজস্বী সূর্য রয়েছে সিংহেআগামী ১৩দিন মঙ্গলময় হতে চলেছে এই রাশিদের জীবন, তেজস্বী সূর্য রয়েছে সিংহে

English summary
Follow these rules during the evening puja, the house will be blessed with happiness and prosperity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X