For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাসংকটে দেবতার মূর্তি কোথায় স্থাপন করলে ঘরে অর্থ-সমৃদ্ধি আসে! কিছু বাস্তুু টিপস

মহাসংকটে দেবতার মূর্তি কোথায় স্থাপন করলে ঘরে অর্থ-সমৃদ্ধি আসে! কিছু বাস্তুু টিপস

  • |
Google Oneindia Bengali News

সংকটের পরিস্থিতি কাকে কীভাবে গ্রাস করতে পারে , তা কেউ বলতে পারে না! কখন বিপদ আসে ,তা ধারণার আগেই বিপদ সমস্ত কিছু তছনছ করে দিয়ে চলে যায়। এমন পরিস্থিতিতে বাস্তুশাস্ত্র কয়েকটি টিপস দিচ্ছে ,ঘরে দেবতার মূর্তি স্থাপন নিয়ে।

শিবের মূর্তি কোনদিকে স্থাপিত হবে?

শিবের মূর্তি কোনদিকে স্থাপিত হবে?

কথায় বলে, শিবের পুজো করলে যাবতীয় অশান্তি দূর হয়। মহাসংকটকালে শিবের আরাধনা প্রলয় থামিয়ে দেয়। আর সেই কারণেই বাড়িতে শিবের মূর্তি সঠিক স্থানে স্থাপন করা প্রয়োজন। শাস্ত্রজ্ঞরা বলছেন, শিবের মূর্তি উত্তর বা উত্তরপূর্ব দিকে স্থাপিত করতে। এতে সুখ সমৃদ্ধি বাড়ে।

নেগেটিভ শক্তি দূর করতে কী করণীয়?

নেগেটিভ শক্তি দূর করতে কী করণীয়?

বাড়িতে প্রবল বিপদেও যেন নেগেটিভ শক্তি গৃহস্থকে হেলায় না হারাতে পারে, তার জন্য চেষ্টা করা প্রয়োজন। শাস্ত্রজ্ঞা বলছেন, হনুমানজির মূ্র্তি যদি ঘরে থাকে, তাহলে বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করে না।

হনুমানজির মূর্তি কোনদিকে থাকবে?

হনুমানজির মূর্তি কোনদিকে থাকবে?

জ্যোতিষবিদরা হনুমানজির মূর্তি বাড়ির দক্ষিণদিকে রাখার পরামর্শ দিচ্ছেন। এতে বাড়িতে অসুস্থতার প্রবণতা কমে। পাশপাশি সদস্যদের উন্নতি ও লাভ দেখা যায়।

সরস্বতীর মূর্তি কোনদিকে রাখতে হবে?

সরস্বতীর মূর্তি কোনদিকে রাখতে হবে?

বিদ্যার দেবী মা সরস্বতী। তাঁর সঠিক আরাধনা সমস্ত বাঙালি গৃহস্থেই হয়ে থাকে। তবে এই দেবীর সঠিক অবস্থানেই বাড়িতে আসে সমৃদ্ধি ও উন্নতি। তাই সরস্বতীকে বাড়িতে উত্তরদিক করে প্রতিষ্ঠা করুন। এতে সাফল্য আসবে।

English summary
How to bring Goodluck in Crisis situation by placing Right Idol in right place.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X