For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু হয়ে গেল চৈত্র নবরাত্রি, রাশি অনুযায়ী দেখে নিন মা দুর্গার কোন রূপের পুজো ফলদায়ক

শুরু হয়ে গেল চৈত্র নবরাত্রি, রাশি অনুযায়ী দেখে নিন মা দুর্গার কোন রূপের পুজো ফলদায়ক

Google Oneindia Bengali News

১৩ এপ্রিল থেকে মা দুর্গার মহাপর্ব নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। হিন্দু ধর্ম অনুসারে, বছরে ৪ বার নবরাত্রি হয়। যার মধ্যে শারদীয় নবরাত্রি ও চৈত্র নবরাত্রিকে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। এ বছর চৈত্র নবরাত্রি ১৩ এপ্রিল থেকে শুরু করে ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় মা দুর্গাকে প্রসন্ন করতে রাশি অনুযায়ী বিভিন্ন উপায় করা যেতে পারে। এ বছর মা দুর্গা সিংহের বগলে ঘোড়ায় করে আসছেন। সমস্ত রাশির ওপর কোনও না কোনও প্রভাব অবশ্যই পড়বে। আসুন জেনে নিই কীভাবে রাশি অনুযায়ী মা দুর্গার পুজো করলে বিশেষ লাভ পাওয়া যেতে পারে।

মেষ

মেষ

নবরাত্রির ন'‌দিনই দুর্গা চল্লিসা পড়ুন। মেষ রাশিদের জন্য মা স্কন্দমাতার পুজো খুব ফলদায়ক বলে মানা হয়।

বৃষ

বৃষ

এই রাশির জাতক/‌জাতিকারা মহাগৌরী রূপের পুজো করলে ফল পাবেন। মা মহাগৌরীর পুজো করলে অবিবাহিত কন্যাদের ভালো বর লাভ হয়। নবরাত্রিতে ললিতা সহস্র নামের পাঠ করুন।

মিঠুন

মিঠুন

এই রাশির জাতক-জাতিকাদের প্রতিদিন তারা কবচ পাঠ করা উচিত। এছাড়াও, জ্ঞানের দেবী ব্রহ্মাচারিনীকে উপাসনা করা উচিত।

কর্কট

কর্কট

মা শৈলপুত্রীর পুজো করা এই রাশির জন্য খুব ফলদায়ক। মায়ের এই রূপ অভয় দান করে।

সিংহ

সিংহ

সিংহ রাশির জাতক-জাতিকারা অবশ্যই কুষ্মাণ্ডা দেবীর পুজো করলে ফল পাবেন। এছাড়াও মা দুর্গার জপ করুন।

কন্যা

কন্যা

এই রাশিদের মা ব্রহ্মচারিণীর পুজো করা দরকার। এছাড়াও মা লক্ষ্মীর মন্ত্রের জপ করতে পারেন।

 তুলা

তুলা

মহাগৌরীর পুজো তুলো রিশিদের জন্য সবচেয়ে ফলদায়ক। আপনি ন'‌দিন ধরে কালী চল্লিসা অথবা সপ্তমীর প্রথম চরিত্রের পাঠ করুন।

বৃশ্চিক

বৃশ্চিক

নবরাত্রির সময় দুর্গা সপ্তসতীর পাঠ করুন। এই রাশির লোকদের স্কন্দমাতার পূজো করা উচিত।

ধনু

ধনু

ধনু রাশির লোকেদের ক্ষেত্রে মা চন্দ্রঘণ্টার পুজো বেশি লাভদায়ক বলে মনে করা হয়। ন'‌দিন ধরে মায়ের আলাদা আলাদা রূপের জপ করুন।

মকর

মকর

এই রাশির লোকেদের জন্য কালরাত্রির পুজো বেশি ফলদায়ক। নর্ভান মন্ত্রের জপ করুন।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতক-জাতিকারা দেবী কবচের পাঠ করুক। এর সঙ্গে মা কালরাত্রির উপাসনা করাও দরকার।

 মীন

মীন

আপনি মা চন্দ্রঘণ্টার পুজো করুন। হলুদ মালা সঙ্গে নিয়ে মা বগলামুখীর জপ করুন।

নববর্ষের প্রথম দিন থেকেই অর্থভাগ্য তুঙ্গে রাখতে কিছু বাস্তুশাস্ত্র টিপস নববর্ষের প্রথম দিন থেকেই অর্থভাগ্য তুঙ্গে রাখতে কিছু বাস্তুশাস্ত্র টিপস

English summary
Chaitra Navaratri started on Tuesday, April 13 for nine days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X